India Slam Pakistan (Photo Credit: X@airnewsalerts)

বুধবার জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ফের কাশ্মীর নিয়ে নাক গলাল ইসলামাবাদ। আর তার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগল ভারত। জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের কথা বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছিল পাকিস্তান।পাকিস্তানের আইন, বিচার ও মানবাধিকার মন্ত্রী আজম নাজির তারার দাবি করেছিলেন, রাষ্ট্রসংঘের সনদ, রেজোলিউশন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাশ্মীরে জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ‘লঙ্ঘন’ করা হচ্ছে। তিনি আরও দাবি করেছিলেন যে এই অঞ্চলে মানবাধিকারও লঙ্ঘন করা হচ্ছে যা বন্ধ করা দরকার।এর জবাবে ভারতীয় দূত ক্ষিতিজ ত্যাগী বলেন, পাকিস্তানের এহেন অভিযোগ বিদ্বেষপূর্ণ। এবং এর কোনও ভিত্তি নেই। পাকিস্তানকে নিশানা করে ত্যাগী বলেন, পাকিস্তান নিজেই মানবাধিকার লঙ্ঘন করে। তাই অন্যদের এই নিয়ে জ্ঞান দেওয়ার জায়গায় তারা নেই। তাদের বক্তব্য ভণ্ডামিতে ভরা।

 

ভারতীয় কূটনীতিক বলেন, ‘পাকিস্তানের করা ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ অভিযোগের জবাবে ভারত বলতে চায়, এটা খুবই দুঃখজনক যে, পাকিস্তানের নেতা ও কূটনীতিকরা তাদের সামরিক সন্ত্রাসযন্ত্রের মিথ্যাচার প্রচারে লিপ্ত। জম্মু-কাশ্মীর ও লাদাখ সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ থাকবে। বিগত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নই তার প্রমাণ। পাকিস্তানের মদতে সন্ত্রাসে যে এলাকা এতদিন ভীত-সন্তস্ত্র ছিল, সেখানে এই উন্নয়ন সরকারের কাজের প্রচেষ্টাকেই প্রমাণ করে।’ ভারত নিয়ে এতটা না ভেবে নিজেদের দেশের নাগরিদের সুরক্ষা নিশ্চিত করতে বলে পাকিস্তানকে খোঁচাও দেন ত্যাগী।