নয়াদিল্লি: ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে নিউইয়র্কে (New York) অবস্থিত জাতিসংঘে (United Nations) বৈশাখ দিবস উদযাপন হল। আন্তর্জাতিক বৈশাখ দিবস (International Vesak Day) বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত। জাতিসংঘ ১৯৯৯ সালে এই দিনটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়, দিনটি সাধারণত বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। বিশেষ দিনে বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ধ্যান, প্রার্থনা, দান, এবং বুদ্ধের শান্তি ও অহিংসার শিক্ষা অনুসরণের মাধ্যমে উদযাপন করেন। আরও পড়ুন: Buddha Purnima 2025: বুদ্ধ পূর্ণিমায় শুভেচ্ছা ও শুভকামনা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
চলতি বছর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারত জাতিসংঘের নিউইয়র্ক সদর দফতরে ‘বৌদ্ধশিক্ষা: অভ্যন্তরীণ ও বৈশ্বিক শান্তির পথ’ নিয়ে আলোচনাসভার আয়োজন করে। যেখানে বিভিন্ন দেশের কূটনীতিকরা গৌতম বুদ্ধের (Gautama Buddha) শিক্ষার বৈশ্বিক প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। এই উদ্যোগের লক্ষ্য ছিল বুদ্ধের শান্তি ও অহিংসার শিক্ষাকে বৈশ্বিকভাবে প্রচার করা।
জাতিসংঘে বৈশাখ দিবস উদযাপন
India hosts UN panel on Lord Buddha’s teachings to mark International Day of Vesak
· The Permanent Mission of India to the United Nations in New York commemorated the International Day of Vesak on Friday with a distinguished panel discussion titled 'Teachings of Gautama Buddha –… pic.twitter.com/2yctYcKhvj
— IANS (@ians_india) May 16, 2025