Buddha Purnima (File Image)

নয়াদিল্লি: আজ বুদ্ধ পূর্ণিমা (Buddha Purnima 2025)। প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বুদ্ধ জয়ন্তী পালন হয় । ২০২৫ সালে দিনটি ১২ মে অর্থাৎ আজ পড়েছে, এটি বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত। খ্রিস্টপূর্ব ৫৬৩ সালে (অনুমানিক) নেপালের লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী আধ্যাত্মিক নেতা, তাঁর শিক্ষা ও দর্শন মানবজাতির চিন্তাধারা, সংস্কৃতি এবং সমাজে গভীর প্রভাব ফেলেছে। বুদ্ধ তাঁর শিষ্যদের অন্ধ বিশ্বাসের পরিবর্তে যুক্তি ও ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষা গ্রহণ করতে বলতেন। তাঁর বিখ্যাত উক্তি, ‘নিজের বুদ্ধি দিয়ে পরীক্ষা না করে কিছু বিশ্বাস করো না।’

আরও পড়ুন: Indian Army's Video: বিহার রেজিমেন্ট থেকে রাজপুতনা রাইফেলস, ভারতীয় সেনা বাহিনীর হুঙ্কারে তটস্ত শত্রু দেশ, দেখুন ভাইরাল ভিডিয়ো

গৌতম বুদ্ধের অবদান শুধু ধর্মীয় নয়, সামাজিক, সাংস্কৃতিক, এবং দার্শনিক ক্ষেত্রেও অপরিসীম। তাঁর শিক্ষা আজও মানবতার জন্য শান্তি, সমতা, এবং আত্ম-জ্ঞানের পথ দেখায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) বুদ্ধ জয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক্স পোস্টে লিখছেন, ‘বুদ্ধ পূর্ণিমার শুভ উপলক্ষে, আমি সকল সহ-নাগরিক এবং বিশ্বজুড়ে ভগবান বুদ্ধের অনুসারীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।’

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শুভেচ্ছা

 

বুদ্ধ জীবনের মূল সমস্যা ও তার সমাধান হিসেবে চারটি মৌলিক সত্য প্রচার করেন-

দুঃখ (জীবনে দুঃখ রয়েছে)।

দুঃখের কারণ (লোভ, অজ্ঞতা, এবং আসক্তি দুঃখের কারণ)।

দুঃখের নিরোধ (দুঃখ থেকে মুক্তি সম্ভব)।

দুঃখ নিরোধের পথ (অষ্টাঙ্গিক মার্গ)।