Indian Army (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১২ মে: ভারতের (India) উত্তর থেকে দক্ষিণ, সেনা বাহিনীতে রয়েছে বহু রেজিমেন্ট। বিহার থেকে শুরু করে রাজপুত কিংবা মাদ্রাজ রেজিমেন্ট, ভারতীয় সেনা বাহিনীর (Indian Army) ভিডিয়ো হু হু করে ভাইরাল (Viral) হতে শুরু করেছে। যেখানে ভারতীয় সেনার দ্য় গারওয়াল রাইফেলস থেকে শুরু করে বিহার রেজিমেন্ট, রাজপুত রেজিমেন্ট, রাজপুতনা রাইফেলস, মাহার রেজিমেন্ট, শিখ লাইট ইনফানট্রি, একের পর এক রেজিমেন্টের সেনা জওয়ানদের চিৎকারে, তাঁদের সাহস এবং শৌর্যে আপনার গায়ে কাঁটা দেবে।

আরও পড়ুন: IFS Vikram Misri: বিক্রম মিস্রিকে অশ্লীল কটাক্ষ, বিদেশ সচিবের পাশে দাঁড়ালেন ওবেইসি, অখিলেশরা, মুখ খুললেন একাধিক কূটনীতিকও

অপারেশন সিদূঁর শুরুর আগে থেকেই ভারতীয় সেনা বাহিনীর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। সেনা জওয়ানদের যে সাহস, শৌর্য, বীরত্ব, তা যেন দেশের মানুষকে আরও উদ্ভুদ্ধ করে। তাইতো অপারেশন সিদূঁর থেকে শুরু করে এই পর্যন্ত, ভারতীয় সেনা বাহিনীর সঙ্গে রয়েছে গোটা দেশ। তাঁদের সমর্থন করে জওয়ানদের মনোবল বাড়িয়েছেন দেশের মানুষ। তাইতো ভারতীয় সেনার এই ভিডিয়ো আপাতত ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। দেশের একের পর এক তারকা থেকে পরিচালক, লেখক প্রত্যেকে সেনা বাহিনীর এই ভিডিয়ো শেয়ার করেন...

মেঘনা গুলজ়ার শেয়ার করলেন সেনা বাহিনীর ভিডিয়ো...

২২ এপ্রিল পহেলগামে (Pahalgam Terror Attack) হামলার পর ভারতীয় সেনা বাহিনী শুরু করে অপারেশন সিদূঁর (Operation Sindoor)। যেখানে পাকিস্তান (Pakistan) অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। মুজফ্ফরপুর থেকে ভাওয়ালপুর, মুরিদকে, সিয়ালকোটের মত জায়গায় প্রবেশ করে জঙ্গি আস্তানা উড়িয়ে দেয় ভারত।

অপারেশন সিদূঁরের পর পাকিস্তানর বেশ কয়েকটি এয়ারবেসে হানাদারি চালিয়ে সেখানকার এয়ার ডিফেন্স সিস্টেমের মাজা ভেঙে দেয় ভারত। নূর খান এয়ারবেস থেকে একাধিক বায়ুসেনা ঘাঁটিকে নিশানা করে ভারত। সেই সঙ্গে পাকিস্তানের ৭০০ ড্রোন যখন ভারতের একাধিক সীমান্তবর্তী এলাকায় উড়ে আসতে শুরু করে, তাদের রুখে দেয় ভারতের সুদর্শন চক্র। ফলে সেনা বাহিনী থেকে শুরু করে বায়ুসেনা যেভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে, তা অভাবনীয়। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীও তৈরি ছিল আরব সাগরে। করাচি বন্দরও লক করে ফেলে নৌবাহিনী। ফলে ভারতের শৌর্য, বীর্যের কাছে কার্যত মাথা নীচু করত েবাধ্য হয় পাকিস্তান।