লন্ডনের বুকে ভারতের স্বাধীনতা দিবস পালন (Photo Credits: ANI)

লন্ডন: আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তন চলছে এটা দু-দিন আগে ব্রিকসের মঞ্চে বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে তাঁর বিরুদ্ধে বিরোধীরা সরব হলেও বিশ্বজুড়ে পরিবর্তিত রাজনৈতিক পটভূমিকায় ভারত যে ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে তা প্রায় সবাই বুঝতে পারছে। শনিবার তারই জ্বলন্ত উদাহরণ দেখা গেল ইংল্যান্ডের (UK) রাজধানী লন্ডনের মাটিতে। ৭৬ বছর আগে যে ব্রিটিশরা আমাদের দেশে ২০০ বছরের বেশি সময় রাজত্ব করেছিল তাদের মাটিতে ভারতের স্বাধীনতা দিবস (India's 77th Independence Day) 'ইন্ডিয়া ডে' (India Day) পালন করলেন প্রবাসী ভারতীয়রা ও ব্রিটেনের কয়েকজন সাংসদ । উদযাপন করলেন উপরি পাওনা হিসেবে পাওয়া চন্দ্রযান ৩-এর সাফল্যও (Chandrayaan-3's Success)।

লন্ডনের (London) নভনাট সেন্টারে (Navnat Center) আয়োজিত ইন্ডিয়া ডে উৎসবে এসে ব্রিটিশ সাংসদ (British Parliament's Member) লর্ড রামি রাঙ্গের (Lord Rami Ranger), "এই প্রথম আমি একসঙ্গে পৃথিবী (Earth) ও চাঁদে (Moon) ভারতের পতাকাকে (Indian tricolour) উড়তে দেখলাম। এটা অত্যন্ত গর্বের (pride) বিষয় যে আমরা যা করেছি তা আগে আর কেউ করেনি।" আরও পড়ুন: British Museum: ব্রিটিশ জাদুঘর থেকে চুরি ২০০০ শিল্পকর্ম, পদত্যাগ মিউজিয়ামের পরিচালকের

দেখুন ভিডিয়ো:

আরেক সাংসদ স্টিভ টাকওয়েল ( British MP Steve Tuckwell) বলেন, "ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপযাপনের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আজকে এখানে আসতে পেরে আমি আনন্দিত। ব্রিট্রেন ও ভারতের মধ্যে সম্পর্ক (relationship) আগের মতোই শক্তিশালী রয়েছে। আর আমি সংসদের একজন সদস্য হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক আর শক্তিশালী করার পক্ষে সওয়াল (advocate) করব।"