লন্ডনের একটি প্রধান পর্যটন আকর্ষণ ব্রিটিশ মিউজিয়াম থেকে চুরি গিয়েছে ২০০০ শিল্পকর্ম। যদিও শনিবার জানা গেছে হারানো দ্রব্যের কিছু উদ্ধার হয়েছে তবে জাদুঘরের পরিচালক এই ঘটনার পর নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। শুক্রবার নিজের পদত্যাগের ঘোষণা করে হার্টভিগ ফিশার বলেন, জাদুঘরকে চুরির বিষয়ে ভয় নিয়ে সতর্ক করা হলেও এখন স্পষ্ট যে 'ব্যাপকভাবে' পাওয়া যায়নি এবং এর দায় শেষ পর্যন্ত তার ওপর বর্তায়। শনিবার জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জর্জ অসবর্ন বিবিসিকে বলেন, "চুরি হওয়া কিছু জিনিস আমরা ইতিমধ্যেই উদ্ধার করতে শুরু করেছি।" এদিকে, জাদুঘরের একটি স্টোররুম থেকে বেশ কয়েকটি দ্রব্য চুরি হয়ে যাওয়ার পর আইনি পদক্ষেপ না নেওয়া পর্যন্ত জাদুঘরের একজন কর্মীকে বরখাস্ত করার এক সপ্তাহের মধ্যে ফিশারের পদত্যাগ আসে। Airhostess Taking Selfies On 777 Wing: বিমানের ডানায় দাঁড়িয়ে নাচতে নাচতে সেলফি বিমানসেবিকার, দেখুন ভাইরাল ভিডিয়ো
British Museum seeks recovery of some 2,000 stolen items https://t.co/B68jhyl5db pic.twitter.com/F5xTmF6cr6
— Reuters (@Reuters) August 26, 2023
লন্ডনের বিখ্যাত এই জাদুঘরটি মানব ইতিহাস, শিল্প এবং সংস্কৃতির প্রতি নিবেদিত, যেখানে 'ভারত'কে নিবেদিত একটি গ্যালারি সহ বেশ কয়েকটি প্রাচীন ভারতীয় শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে, যেমন-অমরাবতীর ভাস্কর্য। চলতি মাসের শুরুতে সংস্থাটি জানায়, চলতি বছরের শুরুর দিকে সংগ্রহ থেকে পাওয়া জিনিসপত্র হারিয়ে যাওয়া, চুরি যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারা নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে পর্যালোচনা শুরু করেছে। বিষয়টি মেট্রোপলিটন পুলিশের ইকোনমিক ক্রাইম কমান্ডও তদন্ত করছে।
সরকারিভাবে চিহ্নিত না হলেও বরখাস্ত হওয়া ওই কর্মচারী একজন সিনিয়র কিউরেটর বলে ধারণা করা হচ্ছে। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে মেট্রোপলিটন পুলিশ তবে এখনও কোনো গ্রেফতারি হয়নি। জাদুঘরটি এর আগে জানিয়েছে, খ্রিস্টপূর্ব পনেরো শতাব্দী থেকে খ্রিস্টীয় উনিশ শতাব্দী পর্যন্ত বেশ কয়েকটি দ্রব্য চুরি গিয়েছে। তবে তদন্তে জড়িত দ্রব্যগুলি সম্পর্কে ধারণা করা হচ্ছে যে প্রাথমিকভাবে গবেষণার উদ্দেশ্যে সংরক্ষণ করা পুরাতন শিল্পকর্ম।