S Jaishankar Speaks To Taliban Foreign Minister (Photo Credit: X)

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান (India-Pakistan) উত্তেজনার মাঝেই তালিবান (Taliban) সরকারের বিদেশমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির (Afghan Foreign Minister Mawlawi Amir Khan Muttaqi) সঙ্গে ফোনালাপ এস. জয়শঙ্কর (S. Jaishankar)-এর। এই প্রথম ভারতের কোনও মন্ত্রী আফগানিস্তানের তালিবান মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বললেন। ২০২১ সালে তালিবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর ভারত ও তালিবান শাসনের মধ্যে এটিই প্রথম মন্ত্রী পর্যায়ের সরাসরি যোগাযোগ। দুই দেশের মধ্যে অবিশ্বাস তৈরির প্রচেষ্টাকে আফগানিস্তানের দৃঢ়ভাবে প্রত্যাখ্যানকে ভারত স্বাগত জানিয়েছে। জয়শঙ্কর পাহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা করার জন্য আফগানিস্তানের বিদেশমন্ত্রী মুত্তাকির প্রশংসা করেন।

আরও পড়ুন: Nirav Modi’s Bail Plea: পলাতক হীরা ব্যবসায়ী নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করে দিল যুক্তরাজ্যের হাইকোর্ট

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এক্স হ্যান্ডলে লিখছেন, 'আজ সন্ধ্যায় ভারপ্রাপ্ত আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির সঙ্গে কথা হয়েছে। পহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর জন্য আমি তাঁকে প্রশংসা করি। মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে ভারত ও আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস তৈরির সাম্প্রতিক প্রচেষ্টার দৃঢ় প্রত্যাখ্যানকে স্বাগত জানাই। আফগান জনগণের সাথে আমাদের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এবং তাঁদের উন্নয়নের চাহিদা পূরণে অব্যাহত সমর্থনের উপর জোর দেওয়ার সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।’

এস জয়শঙ্করের এক্স হ্যান্ডলে পোষ্ট

জয়শঙ্কর ও মুত্তাকির আলোচনার বিষয়ে আফগানিস্তানের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে, উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও কূটনৈতিক বিষয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।