
১৩,৫৭৮ কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB Bank Fraud) কেলেঙ্কারির অন্যতম প্রধান অভিযুক্ত হীরা ব্যবসায়ী নীরব মোদী (Nirav Modi) র জামিনের আবেদন যুক্তরাষ্ট্রের একটি আদালত খারিজ করে দিয়েছে।বৃহস্পতিবার লন্ডনের কিংস বেঞ্চ ডিভিশনের হাইকোর্টে (Kings Bench Division High Court) জামিনের আর্জি জানিয়েছিলেন এই ব্যবসায়ী। জামিনের তীব্র বিরোধিতা করেন ক্রাউন প্রসিকিউশন সার্ভিস অ্যাডভোকেট (Crown Prosecution Service advocate)। সিবিআই-এর একটি টিম জামিনের বিরোধিতায় সহায়তা করে। এরপরেই জামিন খারিজ হয়ে যায় তাঁর।
উল্লেখ্য, ২০১৮ সালে নীরব মোদী এবং তাঁর কাকা মেহুল চোকসির বিরুদ্ধে ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে ১৩,৫০০ কোটি টাকার জালিয়াতি করার অভিযোগ ওঠে। যা, ভারতে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতি (Punjab National Bank (PNB) fraud case)। দুজনের বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি এবং সিবিআই। পরে ২০১৯ সালের মার্চে ব্রিটেনে নীরব মোদীকে গ্রেফতার করা হয়। ২০২১ সালের এপ্রিলে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব তাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিলেন , কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর করা হয়নি। নয়াদিল্লি তাঁকে প্রত্যর্পণের চেষ্টা চালালেও তিনি দেশে ফিরতে নারাজ। তবে ব্রিটেনের আদালত মোদীর বিরুদ্ধে টাকা নয়ছয়ের যথেষ্ট প্রমাণ পেয়েছে।
জামিন নাকচ হল নীরব মোদীর
UK High Court rejects fugitive diamond merchant Nirav Modi’s bail plea.#NiravModi #UKHighCourt pic.twitter.com/NdRHXc0FUz
— All India Radio News (@airnewsalerts) May 16, 2025
নীরব মোদী বর্তমানে গ্রিনউইচের বেসরকারিভাবে পরিচালিত থেমসাইড কারাগারে বন্দী আছেন, যেখানে তাকে গত বছরের সেপ্টেম্বরে ওয়ান্ডসওয়ার্থ কারাগার থেকে স্থানান্তর করা হয়েছিল। এখন সেখান থেকে তাঁকে ভারতে প্রত্যর্পণের মামলা চলছে।