ইসলামাবাদ, ৯ মে: অগ্নিগর্ভ পাকিস্তান। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারির পর পাকিস্তানে এখন প্রতিবাদের আগুনে জ্বলছে। ইসলামাবাদে সেনার সদর দফতরে প্রতিবাদকারীরা ঢুকে পড়েছ। ইসলামাবাদে সেনা কর্মীদের বাসভবনে ঢুকে পড়ছেন বিক্ষোভকারীরা। আন্দোলন যাতে আরও ছড়িয়ে না পড়ে তার জন্য পাকিস্তানের বহু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।
সোশ্যাল মাইক্রো ব্লগ নেটওয়ার্কিং সাইট টুইটারও পাকিস্তানে ব্লক করে দেওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ার নানা পোস্টে দেখা যাচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যমে বলা হল, ফেসবুক, টুইটার এবং ইউ টিউব দেশজুড়ে বন্ধ করা দেওয়া হয়েছে। আরও পড়ুন-ভোটের আগের দিন সরকারী কর্মীদের মাইনে দ্বিগুণ করলেন এরদোয়ান
দেখুন টুইট
#BREAKING: Twitter access blocked in Pakistan. Internet likely to be blocked likely soon tonight.
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) May 9, 2023
দেখুন টুইট
🚨 The government of Pakistan has blocked the social media platform #Twitter following the arrest of former Prime Minister Imran Khan amidst widespread protests across the country
— Siasat.pk (@siasatpk) May 9, 2023
দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে হিংসার খবর। দেশের রাস্তায় রাস্তায় জ্বলছে আগুন। আন্দোলনের জেরে থমকে গিয়েছে বাস, ট্রেন চলাচল।
ইমরান খানকে অপহরণ করা হয়েছে, তাঁর উপর অত্যাচার শুরু করেছে পাকিস্তানি প্রশাসন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারির পর এবার এমনই অভিযোগ করা হচ্ছে পিটিআইয়ের তরফে। পিটিআই কর্মীদের অভিযোগ, পাকিস্তানে ফ্যাসিবাদ কার্যত চরমে। পাকিস্তানের একজন জাতীয় নেতাকে অপহরণ করে তাঁর উপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ইমরান খানের দলের কর্মীরা।
মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে প্রথমে ঘিরে ফেলা হয় ইমরান খানকে। এরপর একদল পাকিস্তানি রেঞ্জার্স কার্যত হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়।