Pakistan (Photo Credit: Twitter)

দিল্লি, ১১ মে: ইমরান খানের(Imran Khan) গ্রেফতারির পর থেকে উত্তাল হয়ে উঠতে শুরু করেছে পাকিস্তান (Pakistan)। প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারকে অনেকেই পাকিস্তানের ইতিহাসের কালো অধ্যায় হিসেবে বর্ণনা করছেন। ইমরানের গ্রেফতারিতে পিটিআইয়ের কর্মী, সমর্থকরা সরকারি সম্পত্তি লুঠপাট শুরু করেছেন। আগুন ধরিয়ে দিচ্ছেন পুলিশের গাড়িতে। মঙ্গলবার বিকেল থেকে পাকিস্তানের এমন ছবি ছড়িয়ে পড়েছে প্রায় গোটা বিশ্ব জুড়ে। ইমরান খানের গ্রেফতারির পর কখনও অ্যাবোটাবাদে পাক সেনার দফতরে হামলা চালানোর চেষ্টা  চলছে, আবার কখনও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের লাহোরের বাড়িতে হামলা হচ্ছে। সবকিছু মিলিয়ে উত্তাল হয়ে উঠতে শুরু করেছে প্রায়য় গোটা পাকিস্তান।

আরও পড়ুন: Pakistan Military Academy Attacked: অ্যাবোটাবাদে পাক সেনার দফতরে হামলা ইমরান অনুরাগীদের, দেখুন ভিডিয়ো

ইমরান খানের গ্রেফতারির পর যেভাবে পাক সেনার উপর হামলার চেষ্টা চলছে, তা আর বরদাস্ত করা হবে না বলে হুমকি দেওয়া হল।  সেনা বাহিনীর সম্পত্তি লুঠপাট করার যে চেষ্টা চলছে, তা এবার বন্ধ করততে হবে। না হলে পিটিআইয়ের কর্মী, সমর্থকদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে পাক সেনার তরফে সুর চড়ানো হয়।