Gaza (Photo Credit: Twitter)

ইজরায়েল হামাস যুদ্ধে একমাস অতিক্রান্ত। তবুও যুদ্ধ থামার কোন নামই নেই। উল্টে বোমাবর্ষনের জেরে নিহত হচ্ছেন একের পর এক নিরীহ প্যালেস্তানীয় (Palestine)মানুষ। এর মধ্যেই ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের মুখপত্রের তরফে জানানো হয়েছে যে প্যালেস্তানীয়দের দক্ষিণ গাজা সীমান্তে যাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে হামাস।

এছাড়া তিনি জানিয়েছেন যে বেশির ভাগ যুদ্ধই গাজাতে সম্পন্ন হচ্ছে কেননা গাজাতেই হামাসের সবথেকে বেশি সংগঠন এবং অস্ত্রাগার রয়েছে।

ইজরায়েলের তরফে গোটা গাজাকে ঘিরে ফেলা হয়েছে। এবং তা উত্তর এবং দক্ষিণে ভাগ করা হয়েছে। গাজা যুদ্ধ বিরতির কথা কার্যত নাকচ করে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তিনি এই ঘটনাকে আমেরিকার পার্ল হারবারের (Pearl Harbour) সঙ্গে তুলনা টেনেছেন। তারা ততক্ষন পর্যন্ত যুদ্ধ করে যাবে যতক্ষন তারা তারা হামাসকে হারিয়ে দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে ইজরায়েলের রাষ্ট্রদূত গাজাকে সন্ত্রাসের আখড়া বলে মন্তব্য করেছেন। যেখানে হাজার হাজার রকেটঅন্যান্য অস্ত্র এবং গোপন সুড়ঙ্গ রয়েছে।