একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) দাবি করছেন অপারেশন সিঁদুর কারোর মধ্যস্থতায় থামেনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আবার নিজের দাবিতেই অনড়। যুদ্ধ তিনিই থামিয়েছেন, এই দাবি এখনও তিনি করে যাচ্ছেন। বুধবার ট্রাম্প দাবি করেন, তিনি নাকি ভারত ও পাকিস্তান দুই দেশকেই ধমকি দিয়ে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছেন। আদপে তিনি নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত, এটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ অন্যদিকে ইজরায়েলের হয়ে ইরানে বোমা ফেলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘন্টা তিনিই প্রথম বাজিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে ইরান-ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছেন বলে দাবি করছেন এই ট্রাম্প।
ভারত-পাকিস্তানের যুদ্ধ থামানের কৃতিত্ব নিলেন ডোনাল্ড ট্রাম্প
নেদারল্যান্ডসের হেগ-এ ন্যাটোর একটি বৈঠকে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি একটি ফোন কলের মাধ্যমে থামিয়েছেন। তিনি দুই দেশের রাষ্ট্রনেতাকেই বলেছেন, “যদি এই যুদ্ধ হয়, তাহলে ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই বানিজ্যিক চুক্তি শেষ করবে আমেরিকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার ভালো বন্ধু, উনি অসাধারণ ব্যক্তিত্বের মহান একজন মানুষ। পাকিস্তানের সেনাপ্রধান গত সপ্তাহেই আমার সঙ্গে দেখা করে গিয়েছেন। আমি দুজনকেই যুদ্ধ থামানোর কারণ দিয়েছিলাম”।
দেখুন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য
#WATCH | Hague, Netherlands: US President Donald Trump says "...The most important of all, India and Pakistan...I ended that with a series of phone calls on trade. I said if you're going to go fighting each other, we're not doing any trade deal. The General from Pakistan was in… pic.twitter.com/xQpQl86jbA
— ANI (@ANI) June 25, 2025
বানিজ্য চুক্তি বাতিলের ভয়ে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান
ট্রাম্প আরও বলেন, “আমি যেই বানিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিই, তখনই দুই দেশ আমার কাছে অনুরোধ করে যে বানিজ্য চুক্তি যেন বাতিল না করি। তারপরেই তাঁরা যুদ্ধ থামায়। আমরা পারমাণবিক শক্তিধর দুই দেশের যুদ্ধ থামিয়েছি”।