Huntington Beach Helicopter Crash . (Photo Credits: X)

Huntington Beach Helicopter Crash Video: ক্যালিফোর্নিয়ার হান্টিংটন সমুদ্র সৈকতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। হঠাৎ আকাশ থেকে ঘূর্ণি খেতে খেতে সোজা সমুদ্র সৈকতর পার্কিং লটে এসে আছড়ে পড়ল কপ্টার। সমুদ্র সৈকতে বসে থাকা শতাধিক মানুষের উপস্থিতির মাঝে কপ্টারটি আছড়ের পড়ার পর, বরাতজোরে রক্ষা পায় বহু প্রাণ। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এলোমেলোভাবে ঘুরতে থাকে এবং নিচের দিকে ধেয়ে এসে পাম গাছে আঘাত করে এক সেতুর সিঁড়িতে গিয়ে বিধ্বস্ত হয়, প্যাসিফিক কোস্ট হাইওয়ের সামনে। এই দুর্ঘটনায় পাঁচজন গুরুতর জখম হয়েছেন।

কপ্টারটি ৪৫ বছরের পুরনো ছিল

হেলিকপ্টারে থাকা দুই যাত্রী পাইলট ও এক যাত্রী গুরুতরভাবে আহত হলেও তাদেরউদ্ধার করা হয়। দুর্ঘটনায় রাস্তার তিনজন পথচারীও আহত হন, যার মধ্যে একজন শিশু। সবাইকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা করা হয়। ৪৫ বছর পুরোনো এই বিমানের রক্ষণাবেক্ষণের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত মিলছে, আশেপাশের পাম গাছগুলো আঘাতের অভিঘাত কমিয়ে প্রাণহানি রোধ করেছে।

দেখুন দুর্ঘটনার ভয়াবহ ভিডিও

কী কারণে ঘটল এই দুর্ঘটনা

দুর্ঘটনাগ্রস্ত কপ্টারের মডেলটি ১৯৮০ সালের বেল ২২২ এসপি (Bell 222SP (N222EX) দুই ইঞ্জিনবিশিষ্ট রোটরক্রাফট, সর্বোচ্চ ১০ জন যাত্রী বহন করতে সক্ষম। সর্বোচ্চ গতি ১৭২ মাইল প্রতি ঘণ্টা এবং সর্বাধিক টেকঅফ ওজন প্রায় ২০ হাজার পাউন্ড। এদিন স্থানীয় দুপুর দুপুর ২টো নাগাদ টুইট ডলফিনস ড্রাইভ ও বিচ বুলেভার্টের মাঝামাঝি সমুদ্রপাড়ের পার্কিং এলাকায় হেলিকপ্টারটি পড়ে যায়। ভিডিও বিশ্লেষণ করার পর দেখা গেছে, হেলিকপ্টারের পেছনের রোটর মাঝআকাশে বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো অংশটি খুলে পড়ে, ফলে ভারসাম্য নষ্ট হয়ে যানে তীব্র ঘূর্ণির সৃষ্টি হয়। হেলিকপ্টারটি ছিল একটি ফান্ডরেইজিং ইভেন্টের অংশ, যা রবিবার, ১২ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা। পুরনো ঐতিহ্যবাহী গাড়ি ও বিমান প্রদর্শনের মাধ্যমে স্থানীয় দাতব্য সংস্থার জন্য তহবিল সংগ্রহই এর উদ্দেশ্য ছিল।

দেখুন ভিডিও

কী বললেন প্রত্যক্ষদর্শী

হেলিকপ্টারটির মালিক এরিক নিক্সন, যিনি একজন জনপ্রিয় এভিয়েশন ইনফ্লুয়েন্সার ও উড়ানপ্রেমী হিসেবে পরিচিত। এহান্টিংটন বিচ পুলিশ ও দকমল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে "মাল্টি-ক্যাসুয়ালটি ইনসিডেন্ট" ঘোষণা করে। অগ্নিকাণ্ডের ছোট শিখা নিয়ন্ত্রণে আনা হয়। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, "চোখের সামনে জীবনটা যেন ভেসে উঠেছিল, যখন হেলিকপ্টারটি আমাদের দিকে ছুটে আসছিল।"