Coronavirus Aid Package: শুক্রবারের ভোটের আগেই ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের করোনাভাইরাস আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা আমেরিকায়
ন্যান্সি পেলোসি (Photo Credits: IANS)

ওয়াশিংটন, ১৩ মে: বুধবার অর্থ করোনাভাইরাস সহায়তা প্যাকেজ ঘোষণা করলেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি (Nancy Pelosi)। ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আর্থিক প্যাকেজ ঘোষণা হয়েছে। যার মধ্যে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার যাবে স্টেট, শহর, স্থানীয় সরকার, জরুরি পরিষেবা, বাকিদের নগদ টাকা দিতে। শুক্রবার এই প্যাকেজকে কেন্দ্র করেই ভোট প্রত্যাশা করছে হাউস। কিন্তু সেনেটের মেজরিটি নেতা মিচ ম্যাককনেল নতুন আইন বলবৎ করা নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করার প্রয়োজনীয়তা দেখছেন না। আর্থিক প্যাকেজের বাকি ২০০ বিলিয়ন মার্কিন ডলার জরুরি পরিষেবায় নিযুক্ত কর্মীদের জন্য ব্যবহৃত হবে। প্রায় প্রত্যেককেই ১২০০ ডলার করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পরিবারপিছু ৬ হাজার মার্কিন ডলার হচ্ছে।

এছাড়া বাড়িভাড়া, বন্ধক ইত্যাদির ক্ষেত্রে সহযোগিতার জন্য রাখা হয়েছে ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার। একই সঙ্গে করোনাভাইরাস টেস্টের জন্য আরও ৭৫ বিলিয়ন মার্কিন ডলার গচ্ছিত রয়েছে। জানুয়ারি থেকে বেকারদের জন্য সাপ্তাহিক ৬০০ মার্কিন ডলার সহযোগিতা চলছে। কর্মীদের শুধু খাদ্য সহায়তাই নয় চিকিৎসা সহায়তাকেও পূরণ করা হচ্ছে। ব্যবসার জন্য কর্মীদের আয়কর সংক্রান্ত ক্রেটিড এখন মাথাব্যথা নয়। মেজরিটি লিটার সাংসদদে ওয়াশিংটনে ফিরে ভোটের প্রস্তুতি নিতে বললেও জুনের আগে ত্রানকে সামনে রেখে ভোটে সায় দিতে নারাজ সেনেটে রিপাবলিকানস। তবে আর্থিক সহায়তা প্যাকেজ হিসেবে এই তিন ট্রিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। আরও পড়ুন- Donald Trump: চলতি সপ্তাহে মার্কিন মুলুকে ১০ মিলিয়ন কোভিড টেস্ট সম্পূর্ণ হবে, সাংবাদিকদের বললেন ডোনাল্ড ট্রাম্প

বুধবার সেনেট রিপাবলিকান্সদের সঙ্গে বৈঠকের আশা করছেন প্রেসিডেন্ট। যদি আমরা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে এগোতে হবে। ম্যাককনেল বলেন, তিনি অগ্রাধিকার দিচ্ছেন তেমন আর্থিক প্যাকেজে যেখানে দায়বদ্ধতা সুরক্ষিত থাকবে সঙ্গে স্বাস্থ্য পরিষেবা সরবরাহ হবে। ব্যবসা বাণিজ্য শুরু হওয়ার পথে। তাই এসব দিকের সুরক্ষা বিশেষ জরুরি।