Indian Man's Sugg On Europe (Photo Credit: Instagram)

দিল্লি, ১০ জুলাই: ইউরোপে (Europe) গরম পড়ছে চড়চড়িয়ে। গ্রিস, পর্তুগাল, প্যারিসে (Paris) এমন গরম পড়তে শুরু করেছে, যা দেখে লজ্জা পাবে কলকাতা, জয়পুর, দিল্লিও। গরমে রীতিমত ঝলসে যেতে শুরু করেছে ইউরোপ। যার জেরে সেখানকার মানুষের কার্যত নাকানিচোবানি খাওয়ার মত অবস্থা তৈরি হয়েছে। পশ্চিম ইউরোপ যখন গরমে পুড়ছে, সেই সময় এক ভারতীয়র ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। 'পান্ডেজি পরদেশি' নামে এক সোশ্যাল মিডিয়া ইউজ়ার বর্তমানে ইউরোপে রয়েছেন। সেখানে থেকেই তিনি ভিডিয়ো পোস্ট করেন।

আরও পড়ুন: Heatwave In Europe: গনগনে তাপে সেদ্ধ হচ্ছে ইউরোপ, তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে, দাবানল, মৃত্যুর আশঙ্কায় কাঁপছে মানুষ দেখুন

কী বলেন 'পান্ডেজি পরদেশি'?

পান্ডেজি পরদেশি নামে ওই যুবককে বলতে শোনা যায়, এই মুহূর্তে কেউ ভারত (India) থেকে ইউরোপে (Heatwave In Europe) যাবেন না। ইউরোপের করুণ দশা বর্তমানে। কেউ যদি গরমের ছুটিতে ইউরোপ ঘোরার পরিকল্পনা করেন, তাহলে এখনই বাতিল করুন বলে জানান ওই যুবক। তাঁকে আরও বলতে শোনা যায়, ইউরোপে যে হারে গরম পড়ছে, তাতে সেখানে এয়ার কন্ডিশন মেশিন তো দূর অস্ত, পাখাও চলে না। ছোট ছোট ঘর আর সেখানে গরম। রাস্তায় বেরোলে শুধু গরম হাওয়া বইছে। গরমের চোটে পর্যটকরা বার বার জলের বোতল কিনতে দোকানে যাচ্ছেন। আর সেই সুযোগে তাঁদের লুটেপুটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ফলে জুন, জুলাই, অগাস্টে দয়া করে কেউ ইউরোপে যাবেন না বলে আবেদন করেন তিনি।

গরমের ছুটিতে ভারতেই কেন থাকবেন, কী বললেন 'পান্ডেজি পরদেশি'?

সেই সঙ্গে ওই যুবককে আরও বলতে শোনা যায়, ভারতে বর্তমানে বর্ষার মরশুম চলছে। বৃষ্টি দেখতে দেখতে চা খান। পরিবারের মানুষের সঙ্গে গল্প করুন। এসি চালিয়ে বসুন। ইউরোপে কেউ যাবেন না বলে আবেদন করেন তিনি।

শুনুন পান্ডেজি পরদেশি নামের ওই সোশ্যাল মিডিয়া ইউজ়ার কী বললেন ইউরোপ নিয়ে...

 

 

View this post on Instagram

 

কেন এত গরম পড়ছে ইউরোপে?

সম্প্রতি ইউরোপের বহু দেশে জ্বলে যাওয়া গরম পড়তে শুরু কেরছে। বিশেষ করে পশ্চিম ইউরোপে। জলবায়ুর পরিবর্তনে যেভাবে গরম পড়তে শুরু করেছে ইউরোপে, তার জেরে ওই তাপমাত্রা যেন ভারতের বহু শহরের উষ্ণতাকে টেক্কা দিচ্ছে বলে জানা যায়। ফলে ইউরোপের মানুষ যাতে এই গরমে সতর্ক থাকেন, সে বিষয়ে যেমন সরকারের তরফে আবেদন জানানো হয়েছে, তেমনি প্রচণ্ড দাবদাহে যে কোনও সময় জঙ্গলে আগুনও ধরে যেতে পারে। ফলে প্রত্যেকে নিজের যত্ন নিন এবং সতর্ক থাকুন বলে পশ্চিম ইউরোপের দেশগুলির তরফে জানানো হয়েছে।