দিল্লি, ১ জুলাই: প্রচণ্ড গরমের তাপে পুড়ছে ইউরোপ (Europe)। বিশেষ করে দক্ষিণ ইউরোপ (Southern Europe) এবং ব্রিটেন (Britain)। হু হু করে তাপ বাড়তে শুরু করেছে ইউরোপের বিভিন্ন প্রান্তে। ফলে মানুষের দুর্ভোগও বাড়ছে নতুন করে। ইউরোপের বহু জায়গায় রীতিমত তাপপ্রবাহ (Heatwave) চলছে। ফলে মানুষের শরীরের পরিস্থিতি যেমন খারাপ হচ্ছে, তেমনি যে কোনও মুহূর্তে বনাঞ্চলও পুড়তে শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফলে প্রত্যেকে যাতে সাবধান এবং সতর্ক থাকেন, সে বিষয়ে আবেদন জানানো হয়েছে ইউরোপের (Hot Weather In Europe) বিভিন্ন দেশের সরকারের তরফে।
রিপোর্টে প্রকাশ, ইউরোপের বহু জায়গায় এই মুহূর্তে তাপ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। অত্যন্ত তাপের জেরে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফে। স্পেনের তাপমাত্রা ৪৬ ডিগ্রি স্পর্শ করেছে। ফলে জুন মাসে স্পেনের (Spain) তাপমাত্রা ইউরোপে রেকর্ড করেছে বলে জানা যাচ্ছে। স্পেনের পাশাপাশি ইটালি (Italy), গ্রিস (Greece), পর্তুগালেও হু হু করে তাপমাত্রা চড়তে শুরু করেছে। যার জেরে ইউরোপের বিভিন্ন অংশে যে কোনও মুহূর্তে জঙ্গল পুড়তে শুরু করবে বলেও প্রকাশ করা হয়েছে আশঙ্কা।
জুলাই মাসে ইউরোপের এই তাপমাত্রা আরও বাড়বে বলে করা হয়েছে আশঙ্কা। ইউরোপের মানুষ স্বাস্থ্য নিয়ে যাতে সচেতন থাকেন, সে বিষয়ে একাধিকবার আবেদন জানানো শুরু হয়েছে। স্পেন, ইটালি, পর্তুগালের মত দেশগুলিতে ফ্যান আরও বেশি করে কিনছেন মানুষ। সেই সঙ্গে ঠাণ্ডা পানীয় কেনার জোয়ার বয়ে চলেছে। সবকিছু মিলিয়ে স্পেন, ইতালি, পর্তুগাল, ব্রিটেনের তাপমাত্রা যে হারে বাড়েছে, তাতে একদিন ভারতের তাপপ্রবাহকে টপকে যাবে বলে মনে করছেন অনেকে।
দেখুন তীব্র তাপপ্রবাহে স্পেন, ইটালি, পর্তুগালের কী পরিস্থিতি...
Temperatures soared in Europe with people in Portugal, Spain and Italy buying fans and downing cool drinks to cope with the heat https://t.co/JnpMY0Nx9B pic.twitter.com/SmCOEKTPD6
— Reuters (@Reuters) June 30, 2025
দক্ষিণ ইউরোপের একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছে...
VIDEO: Temperatures exceeding 40 degrees Celsius sweep southern Europe
As a heatwave grips Europe, temperatures in Seville reach 42 degrees Celsius, prompting locals and visitors alike to seek ways to stay cool. In Rome, temperatures have reached highs of 38 degrees Celsius. pic.twitter.com/hhgkF6qFqZ
— AFP News Agency (@AFP) June 29, 2025
এথেন্সে গত সপ্তাহ থেকে দমকল বাহিনীকে মোতায়েন করে রাখা হয়েছে। বাড়ন্ত তাপের জেরে যদি কোথাও আগুন লাগে, তাহলে তখনই যাতে তা নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত...
Heatwaves have pushed temperatures above 104 degrees Fahrenheit (40 degrees Celsius) in countries across Europe, including Spain, Greece, Portugal and Italy. Firefighters battled a wildfire near Athens late last week, and regions of Portugal were under high alert on Sunday. pic.twitter.com/RizEyCsTzP
— mr xpolitician (@mrxpolitician) July 1, 2025
আগামী দিনগুলিতে তাপমাত্রা আরও হু হু করে বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে...
Scorching temperatures are sweeping across Europe, and it's only getting hotter in the days ahead. https://t.co/nT9FcTk03P pic.twitter.com/aggvWxx6k6
— DW News (@dwnews) June 28, 2025