Hong Kong Man: সুস্থ হওয়ার কয়েক মাসের মধ্যেই ফের সংক্রামিত হংকয়ের প্রযুক্তিবিদ
প্রতীকী ছবি (Photo Credits: IANS|Representational Image)

হংকং, ২৫ আগস্ট:  সুস্থ হয়ে ওঠার কয়েকমাস পর ফের  সংক্রামিত হংকং-এর করোনাজয়ী প্রযুক্তিবিদ (Hong Kong Man)। বিজ্ঞানীরা জানালেন এই প্রযুক্তিবিদই বিশ্বের প্রথম করোনা আক্রান্ত যিনি সুস্থ হওয়ার পর ফের সংক্রামিত হলেন। সংবাদ সংস্থা রয়টার জানিয়েছে, গত এপ্রিলেই মারণ ভাইরাস করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেন ওই ব্যক্তি। বিজ্ঞানীরা বললেন, এই প্রথম দেখা গেল যে সুস্থ হওয়ার কয়েক মাসের মধ্যেই ফের নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন করোনাজয়ী। চলতি মাসে ইউরোপ থেকে হংকংয়ে ফেরেন ওই ব্যক্তি। বিমানবন্দরে পরীক্ষার সময়েই জানা যায়, নতুন করে করোনা বাসা বেঁধেছে তাঁর শরীরে। তবে দ্বিতীয়বার সংক্রমণের পর তাঁর শরীরে কোনওরকম উপসর্গ ধরা পড়েনি। আরও পড়ুন-Brazilian President Jair Bolsonaro: করোনা ছুঁলেই মরবে, সাংবাদিকদের ‘লম্পট’ বললেন জাইর বলসোনারো

গবেষকরা জানাচ্ছেন, দ্বিতীয়বারের ঘটনায় উপসর্গ না থাকায় বোঝা যাচ্ছে ওই ব্যক্তির সংক্রমণ হয়তো মৃদু। এক ইমেল বিবৃতিতে গবেষকরা জানিয়েছেন, যে বিশ্বের প্রথম এই ব্যক্তি করোনাকে জয় করে সুস্থ হওয়ার পর ফের নতুনভাবে আক্রান্ত হলেন। গোটা বিশ্বে নিদারুণ থাবা গেড়েছে কোভিড-১৯ ভাইরাস। করোনাকে রুখতে  বিজ্ঞানীরা দিনরাত এক করে পরিশ্রম করছেন, একটাই লক্ষ্য যেভাবেই হোক ভ্যাকসিন তৈরি করতে হবে। তবে জানা যাচ্ছে ২০২১-এর একদম শুরুতেই সম্পূর্ণভাবে তৈরি হয়ে বাজারে আসতে চলেছে করোনাভাইরাসের ভ্যাকসিন। টিউনিশিয়াতে জোরকদমে সেই ভ্যাকসিন তৈরি হচ্ছে।