বেইরুট, ২৯ সেপ্টেম্বর: ইজরায়েলের ২০০০ পাউন্ডের ভয়াবহ বোম আছড়ে পড়েছিল লেবনানের বেইরুটের অতি গোপন জায়গায় মাটির তলায় থাকা হিজবুল্লার সদর দফতরে। আর বাঙ্কার ভেদ করে মাটি থেকে আরও অনেকটা নিচে সব ধ্বংস করার ক্ষমতাা রাখা ইজরায়েলের অতি শক্তিশালী বোমের আঘাতে সেখানেই প্রাণ হারিয়েছিলেন হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসারুল্লা। যে নাসারুল্লা গোটা আরব দুনিয়াকে স্বপ্ন দেখিয়ে ছিলেন তার সংগঠন হিজবুল্লা ইজরায়েলকে গোটা দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেবে। সেই নাসারুল্লাকেই এক বোমার আঘাতে মেরে ফেলল ইজরায়েল। তবে সেই ২ হাজার পাউন্ডের অতি শক্তিশালী বোমার আঘাতে নাসারুল্লার সঙ্গে হিজবুল্লার আরও অন্তত পাঁচজন শীর্ষ নেতা প্রাণ হারিয়েছেন। তার কেউ ভাবতেও পারেননি। অতি গোপন জায়গার মাটির তলার বাঙ্কার ভেদ করেও ইজরায়েলের বোমারু বিমান তাদের মেরে দিয়ে চলে যাবে।
রবিবার হিজবুল্লার পক্ষ থেকে জানানো হল, ইজরায়েলের যে বোম নাসারুল্লাকে শহীদ করেছে, সেখানেই প্রাণ হারিয়েছেন তাদের সেনাপ্রধান আলি কারাকি। নাসারুল্লার মৃত্যুর পর যাকে হিজবুল্লার নেতৃত্বে আনার কথা ছিল সেই হাসান খালি ইয়াসিনকেও মারতে সফল হয়েছে ইজরায়েলের বোমারু বিমান।
সেনাপ্রধান আলি কারাকিও মারা গিয়েছেন, নিশ্চিত করল হিজবুল্লা
BREAKING: Hezbollah confirms that top commander Ali Karaki died in the strike that killed the group's leader, . https://t.co/aW64Gz3B1M
— The Associated Press (@AP) September 29, 2024
এই হামলার ক দিন আগে পেজার সহ বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস বিস্ফোরণে হিজবুল্লার হাজারেরও বেশী কর্মী গুরুতর জখম হয়েছে হাসপাতালে ভর্তি। সঙ্গে গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইজরায়েলের বিমান হামলায় হিজবুল্লার হাজারেরও বেশী সেনা বা যোদ্ধা প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে হিজবুল্লার সব শক্তি প্রায় কেড়ে নিতে পেরেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। প্রচন্ড চাপে পড়ে যায় হিজবুল্লা এবার ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে চাইছে।
হামাসের পর হিজবুল্লার দুর্দশা দেখে মাথাচাড়া দিয়েছে ইয়েমেনের হাউথি জঙ্গি গোষ্ঠী। গতকাল, শনিবার রাতে ইজরায়েলের রাজধানী তেল আভিভ লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল ইয়েমেনের এই জঙ্গি গোষ্ঠী। তবে ইজরায়েলের ডি