Flash Floods In New York (Photo Credits: X)

টেক্সাসের পর এবার নিউ ইয়র্কে বন্যা পরিস্থিতি (Flash Floods In New York)। একটানা কয়েকদিন যাবত মুষলধারে বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে নিউ ইয়র্ক সিটি এবং উত্তর নিউ জার্সিতে (New Jersey)। রাস্তাঘাট কোমর অবধি জলে ডুবেছে। যান চলাচল ব্যহত হচ্ছে। মেট্রোতে পর্যন্ত হু হু করে ঢুকছে জল।

আকস্মিক বন্যা এবং ভারী বৃষ্টির জেরে নিউ জার্সির গভর্নর ফিল মারফি (Phil Murphy) রাজ্যে জরুরি অবস্থার ঘোষণা করেছেন। এই আবহে রাজ্যবাসীকে নিরাপদ আশ্রয় থাকার অনুরোধ করেছেন তিনি।

নিউ ইয়র্ক সিটি এবং নিউ জার্সিতে ভয়াবহ বন্যার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে প্রবল গতিতে ঢুকছে জল। ট্রেনের ভিতর থেকে সেই ভয়ানক দৃশ্য দেখে আঁতকে উঠছেন যাত্রীরা। জল মেট্রোর মধ্যেও ঢুকে পড়েছে। আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় কোমর পর্যন্ত জল দাঁড়িয়ে গিয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে চলছে উদ্ধারকাজ।

মেট্রো স্টেশনের মধ্যে হুহু করে ঢুকছে জল

নিউ জার্সির রাস্তায় কোমর অবন্ধি জল

নিউ ইয়র্কের মেট্রোয় ঢুকে পড়েছে জল