এবার জ্বলতে শুরু করেছে হাওয়াই। হাওয়াইয়ের মাউইতে লাহাইনার বনাঞ্চল দাউ দাউ করে জ্বলছে। ফলে সেখান থেকে প্রাণ হাচে নিয়ে মানুষ পালাতে শুরু করেছেন। বুধবার হাওয়াইতে যে আগুন লাগে, তাতে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। কীভাবে ওই ৬ জনের মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মাউইতে লাহাইনারের মেয়র।
Utter devastation left by the wildfires in Maui, Hawaï. It is far from hyperbole to say that Lahaina has been wiped off the map.
Credit: Vince Carter pic.twitter.com/dlwxTNY51R
— Nahel Belgherze (@WxNB_) August 9, 2023
জানা যাচ্ছে, আগুন থেকে বাঁচতে অনেকে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। আগুনের হাত থেকে রক্ষা পেতে উপায়ন্তর না দেখেই সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন অনেকে। ফলে বাড়ছে বিপদ। বুধবার মার্কিন উপূকলরক্ষী বাহিনীর তরফে এমন প্রায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে সমুদ্র থেকে। ফলে পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে হাওয়াইতে। সেই সঙ্গে সমুদ্র পেরিয়ে প্রত্যেককে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পুরোদমে চলছে উদ্ধার কাজ।
Incendios forestales masivos, alimentados por los fuertes vientos del huracán Dora están causando estragos en áreas pobladas alrededor de Lahaina, en el oeste de Maui, Hawái #wildfires #Lahaina #Hawaii pic.twitter.com/w9nWuWNN4u
— 𝑪𝒆𝒏𝒕𝒊𝒏𝒆𝒍𝒂35 (@Centinela_35) August 9, 2023