ওয়াশিংটন, ২৩ মার্চ: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হানায় একসঙ্গে ১০ জনের প্রাণ গেল। মৃতদের মধ্যে রয়েছে এক পুলিশ অফিসারও। ইতিমধ্যেই হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল কলোরাডোর বোল্ডার এলাকার কিং সুপার্স নামের এক দোকানের সামনে ঘটেছে দুর্ঘটনা। ধৃতও হামলার জেরে চোট পাওয়ায় আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মূলত মুদিখানার জিনিসের দোকান ‘কিং সুপার্স’ পড়ে কলোরাডোর বসতিপূর্ণ অঞ্চলে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও এই স্টোর থেকে কয়েক মাইল দূরে। তাই অন্যান্য দিনের মতো সোমবার বিকেলেও সাধারণ মানুষ এবং কলেজ পড়ুয়াদের ভিড় ছিল সেখানে। বন্দুকবাজের হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। আরও পড়ুন-WB Assembly Elections 2021: কাশীরপুর বেলগাছিয়া কেন্দ্রের প্রার্থী হচ্ছেন না মহাগুরু মিঠুন
#UPDATE | United States: Police say 'multiple' people including a police officer have lost their lives in the shooting at a supermarket in Boulder, Colorado.
"A suspect is in custody. He was injured and is being treated for his injury at a hospital," an officer says. https://t.co/Mq6syeLoSA pic.twitter.com/d5xHi6SDdX
— ANI (@ANI) March 23, 2021
এই প্রসঙ্গে বোল্ডার পুলিশের প্রধান মারিস হেরল্ড বলেছেন, এই হামলার ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকর্মীদের দারুণ প্রশংসা করেছেন তিনি। বলেছেন, ৫১ বছরের এরিক টাল্লে হলেন মৃত পুলিশ অফিসার। ২০১০ সালে তিনি বোল্ডার পুলিশে যোগ দেন। স্থানীয়দের পরিষেবা দেওয়ার পাশাপাশি বোল্ডার পুলিশ বিভাগেও তাঁর বিরাট অবদান রয়েছে। হামলার খবর পেয়েই এরিক টাল্লা ঘটনাস্থলে ছুটে যান। তবে বন্দুকবাজের গুলিতে প্রাণ হারান তিনি।