গিলগিট, ৩১ ডিসেম্বর: পাকিস্তানি সেনার (Pakitani Army) বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করেছেন গিলগিট-বালটিস্তানের (Gilgit-Baltistan) মানুষ। গিলগিট-বালটিস্তানে বেআইনিভাবে জমি দখল করা হচ্ছে। এমন অভিযোগেই ফুঁসে ওঠেন সেখানকার মানুষ। অভিযোগ, দীর্ঘদিন ধরে গিলগিট-বালটিস্তানের মানুষের জমি কেড়ে নিতে শুরু করেছে পাক সেনা। তার বিরুদ্ধেই এবার সুর চড়ানো হচ্ছে পাকিস্তান অধিকৃত কাষ্মীরের মানুষের তরফে। গিলগিটের মিনাওয়ার গ্রামের মানুষের অভিযোগ, সেখানে দিনের পর দিন ধরে পাক সেনা আসছে এবং তাঁদের জমি জায়গা দখল করে নিচ্ছে। পাকিস্তানি সেনা জোর করে তাঁদের জমি , বাড়ি, চাষের জমি সব দখল করে নিচ্ছে বলে অভিযোগ করেন মিনাওয়ার গ্রামের বহু মানুষ।
পাক সেনা যেভাবে গিলগিট বালটিস্তানের মানুষের উপর অত্যাচার শুরু করেছে, তাতে যে কোনওদিন বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে। গিলগিট বালটিস্তানে যদি কোনও বড় দুর্ঘটনা ঘটে, তার দায় পাক সেনার বলেও স্লোগান দিতে শুরু করেন সেখানকার মানুষ।
স্থানীয়দের একাংশের অভিযোগ, গিলগিট বালটিস্তানের কিছু মানুষকে নিজের হস্তগত করে ফেলেছে পাক সেনা। তাঁদের সঙ্গে হাত মিলিয়েই জমি দখলের কাজ পাক সেনা শুরু করেছে বলেও করা হয় অভিযোগ।