প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বার্লিন, ৪ জানুয়ারিঃ ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফির (Child Porn) দৌরাত্ম ঠেকাতে তৎপর হয়েছে জার্মান পুলিশ (German Police)। বহুদিন ধরেই অভিযান চালাচ্ছিল পুলিশ। অবশেষ পর্নোগ্রাফির তিনটি ডার্কনেট প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে জার্মান পুলিশ। ৬ জন অভিযুক্তকে জার্মান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে গ্রেফতার কড়া হয়েছে।

জার্মান পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযুক্ত ৬ জন শিশু পর্নোগ্রাফি (Child Porn) সাইট প্রোগ্রাম, মোডারেট এবং পরিচালনা করতেন। অভিযুক্তদের গত বছর ২০২২ এই গ্রেফতার করা হয়েছিল। ওই সমস্ত ডার্কনেট প্ল্যাটফর্ম গুলি জার্মান ছাড়াও একাধিক দেশের কোটি কোটি মানুষ ব্যবহার করত। যেগুলোতে সব মিলিয়ে ছিল ১২০০০০ পোস্ট। প্রতি মাসে সাইট গুলোতে শিশু পর্নোগ্রাফির ২০,০০০ ছবি এবং ভিডিয়ো আপলোড করা হয়।

গত বছর ডিসেম্বরে শিশু পর্নোগ্রাফির (Child Porn in German) সঙ্গে যুক্ত ২২ বছরের এক অভিযুক্তকে জার্মান থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর আরও ছয় জন মুখ্য অভিযুক্তকে একে একে গ্রেফতার করে জার্মান পুলিশের সাইবার তদন্তকারি দল।