ইজরায়েল হামাস যুদ্ধের মধ্যেই পানীয় জল, বিদ্যুৎ সহ সমস্ত রকম জিনিসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইজরায়েল। এমনকি হাসপাতালেও নেই কোন ব্যবস্থা। সেই অ্যবস্থার কারনেই এবার এক শিশু প্রাণ হারিয়েছে বলে জানাল গাজায় অবস্থিত প্যালস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক। বিদ্যুৎ না থাকার কারণেই নাকি মরতে হল ছোট্ট শিশুকে। এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে।
৩৭ টি অপুষ্ট বাচ্চাদের মধ্যে একজন ছিল ওই বাচ্চাটি। প্রায় ১ মাস হতে চলল গাজাতে জ্বালানীর ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে ইজরায়েল। এর পাশাপাশি আল শিফা হাসপাতালে ইজরায়েলের ছোড়া গোলায় বিস্ফোরন ঘটে আগুন ধরে গেছে বলে জানিয়েছেন সেখানকার কর্মীরা।
যদিও হাসপাতালে বোমাবর্ষনের দায় হামাসের ঘাড়েই ঠেলেছে ইজরায়েল। ইজরায়েলি সেনার দাবি আল শিফা হাসপাতালের নীচে দিয়েই তৈরি করা হয়েছে সুড়ঙ্গে যাওয়ার রাস্তা।যদি হামাসের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কিছুদিন আগেই হাসপাতালের বাইরে হামলা চালিয়ে অ্যাম্বুলেন্সে থাকা ১৫ জনকে মেরে ফেলে ইজরায়েল বিমান বাহিনী। বোমা বিস্ফোরনের ঘটনাটি যদিও স্বীকার করেছে ইজরায়েলের সেনা।
𝐈𝐀𝐍𝐒 𝐈𝐍 𝐈𝐒𝐑𝐀𝐄𝐋
Newborn baby dies in #Gaza's largest hospital due to power outage: Health Ministry
Read: https://t.co/uhEo5yJwW1 pic.twitter.com/vqFmShQ6VN
— IANS (@ians_india) November 11, 2023