Hamas Began Mass Executions (Photo Credit: X)

দিল্লি, ১৪ অক্টোবর: হামাসের (Hamas) সঙ্গে ইজরায়েলের (Israel) শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। ইজরায়েলের সঙ্গে হামাসের শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার পর ২০ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস। অন্য়দিকে ইজরায়েলও প্যালেস্তিনীয় বন্দিদের মুক্তি দিয়ে তাঁদের ওয়েস্ট ব্যাঙ্কে পৌঁছে দেয়। এরই মধ্যে এবার একটি ভয়াবহ ছবি সামনে এল।

যে ছবিতে দেখা যায়, হামাস ধরে ধরে মানুষ মারতে শুরু করেছে। গাজ়ার (Gaza) রাস্তায় বহু মানুষকে ধরে, বেধে নিয়ে গিয়ে হামাস তাঁদের শাস্তি দিতে শুরু করেছে। কাধে বন্দুক ঠেকিয়ে হামাস ওই নীরিহ মানুষকে মারতে শুরু করেছে। ইজরায়েলের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন খবর আদানপ্রদানের অভিযোগ ওঠে বেশ কিছু মানুষের বিরুদ্ধে। আর সেই সমস্ত মানুষকে বাড়ির বাইরে টেনে নিয়ে এসে, তাঁদের শাস্তি দিতে শুরু করে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী।

গাজ়ায় হামাস কীভাবে মানুষ মারছে দেখুন...

 

বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে হামাসের নৃশংসতার ফুটেজ প্রকাশ করা হয়। যেখানে দেখ যায়, প্রকাশ্য রাস্তায় বসিয়ে হামাস বেশ কিছু মানুষকে গুলি করতে শুরু করে। যে ফুটেজ দেখে আবার শিউরে ওঠে গোটা বিশ্ব। এবার যাঁদের হত্য়া করে হামাস, তাঁদের বিশ্বাসঘাতক এবং ইজরায়েলের সহযোগী আখ্যা দিয়ে খুন করা হয়।

জানা যাচ্ছে, গাজ়ায় শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার পর হামাস ৩০ জনকে প্রকাশ্যে হত্যা করে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে। সেই সঙ্গে আরও ৬০ জনকে পাকড়াও করা হয়। ইজরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগেই হামাস ফের গণহত্যা শুরু করে গাজ়ার রাস্তায়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইজরায়েলে হামলা চালায়। গাজ়া সীমান্তে ইজরায়েলের যে শহরগুলি রয়েছে, সেখানে ঢুকে হামলা চালায় হামাস। হত্যা করা হয় ১৪০০ মানুষকে। সেই সঙ্গে ২০০-র বেশি মানুষকে অপহরণ করে নিয়ে গাজ়ায় পাড়ি দেয় হামাস। দীর্ঘ ২ বছরের যুদ্ধের পর শান্তি চুক্তি সম্পন্ন হয় ইজরায়েল এবং হামাসের মাঝে। এরপরই ২০ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্ত করে হামাস।