প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বিয়ের আসরে গ্যাংস্টারকে গুলি করে খুন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের। ঘটনাটি ঘটেছে কানাডার ভ্যাঙ্কুভারে(Vankuvar)।পাঞ্জাবী বংশোদ্ভুত গ্যাংস্টার অমৃতপ্রিত শর্মা কানাডা পুলিশের ওয়ান্টেড লিস্টে ছিল। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে ফ্রাসারভিউ ব্যাঙ্কোয়েট হলের ডান্সফ্লোরে অন্যান্য অতিথিদের সঙ্গে ছিল ওই গ্যাংস্টার। ঠিক তখনই তাকে গুলি করা হয়।অমরপ্রিত শর্মা এবং তার বড় ভাই রবীন্দরকে আমন্ত্রণ জানানো হয়েছিল অনুষ্ঠানে।

অনুষ্ঠান উপস্থিত প্রতক্ষ্যদর্শীদের মতে অনুষ্ঠান চলাকালীন কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি ডান্স ফ্লোরে আসে এবং ডিজেকে গান বন্ধ করতে বলে। সেই সময় অনুষ্ঠান হলে ৬০ জন মতন অতিথি ছিল।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটিকে গ্যাংওয়ার বলেই মনে করছে তদন্তকারী অফিসাররা।

অগাস্টের ২০২২ কানাডা পুলিশের তরফে ১১ জন অপরাধীর তালিকা প্রকাশ করা হয় এবং সাধারণ মানুষকে এইসব গ্যাংস্টারদের থেকে দূরে থাকতে বলা হয়।যাদের মধ্যে ৯ জনই পাঞ্জাব বংশোদ্ভুত বলে জানা গেছে। যাদের মধ্যে রয়েছে অমরপ্রিত সিং এবং তার বড় ভাই রবীন্দর।