ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: AFP)

ওয়াশিংটন, ১৪ ফেব্রুয়ারি: দ্বিতীয় ইমপিচমেন্ট (Impeachment Trial) থেকে মুক্তি পেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল ভবনে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে প্রয়োজনীয় সমর্থন পাওয়া যায়। ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সিনেটের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিল। তবে শুনানিতে সিনেটের ৫৭ জন সদস্যের বিচারে দোষী বিবেচিত হলেও ট্রাম্পের পক্ষে রায় দেন ৪৩ জন। এরপরই প্রকাশ করা এক বিবৃতিতে সিনেটের এই বিচার প্রক্রিয়াকে ইতিহাসের সবচেয়ে বড় দানব শিকার প্রচেষ্টা বলে আখ্যা দেন সাবেক প্রেসিডেন্ট।

ওয়াশিংটনে ক্যাপিটল বিল্ডিঙয়ে ট্রাম্প সমর্থকদের ‌হামলা হামলা ও পরে সৃষ্ট দাঙ্গায় এক পুলিশ সহ পাঁচ জন নিহত হন। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে আমেরিকার ইতিহাসে প্রথম প্রসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ইমপিচমেন্টের মুখোমুখি হন ট্রাম্প। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ২৩২ জন ডেমোক্র্যাট ছাড়াও ১০ জন রিপাবলিকানও ট্রাম্পের ইমপিচমেন্টের পক্ষে ভোট দেন। গত ৯ ফেব্রুয়ারি থেকে সেনেটে ট্রাম্পের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। শনিবার অনুষ্ঠিত হয় ভোটাভুটি। শুনানিতে সিনেটের ৫৭ জন সদস্যের বিচারে দোষী বিবেচিত হলেও ট্রাম্পের পক্ষে রায় দেন ৪৩ জন। ফলে শনিবার সেনেটে এই ফলাফলের ভিত্তিতে ক্যাপিটল-তাণ্ডবের অভিযোগ থেকে মুক্ত হন ট্রাম্প। তবে তাৎপর্যপূর্ণ ভাবে, ট্রাম্পকে দোষী সাব্যস্তকারীদের মধ্যে ৭ জন সেনেটর তাঁর নিজের দলের অর্থাৎ রিপাবলিকান সদস্য। আরও পড়ুন: Twitter permanently suspends Donald Trump's account: ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে সাসপেন্ড করল টুইটার

এদিকে সেনেটের মেজরিটি লিডার চক শুমার সেনেটের এই সিদ্ধান্তকে 'আন-আমেরিকান' আখ্যা দিয়েছেন। তিনি বলেন, "প্রাক্তন প্রেসিডেন্ট শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর রোধ করতে, জনগণের ইচ্ছাশক্তি নষ্ট করতে এবং অবৈধভাবে প্রেসিডেন্টর ক্ষমতায় ধরে রাখার জন্য জনতাকে হিংসায় নির্দেশ দিয়েছিলেন ও প্ররোচিত করেছিলেন। এর চেয়ে বেশি কিছু অ-আমেরিকান কিছুই নেই ... আমাদের গণতন্ত্রের পক্ষে এর চেয়ে বেশি বিরোধী কিছুই নেই ... আমেরিকান দেশপ্রেমিকদের জন্য এটা অপমানজনক।"