Imran Khan (Photo Credit: File Photo)

দিল্লি, ৭ জুন: ফের উত্তপ্ত হতে পারে পাকিস্তান (Pakistan)। বুধবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেল থেকে ছাড়া পাচ্ছেন সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি। জেল থেকে ছাড়া পেয়ে শাহ মহম্মদ কুরেশি বুধবার পিটিআই প্রধান ইমরান খানের সঙ্গে দেখা করবেন বলে খবর। গত ৯ মে গ্রেফতার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan)। পিটিআই প্রধানের গ্রেফতারির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় প্রায় গোটা পাকিস্তান জুড়ে। ইমরান খানের গ্রেফতারির পর পাকিস্তান জুড়ে যে বিক্ষোভ শুরু হয়, তাতে ইন্ধন জোগান শাহ মহম্মদ কুরেশি। এমন অভিযোগেই পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট শাহ মহম্মদ কুরেশিকে গ্রেফতার করা হয়। ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের সময় বিদেশমন্ত্রী ছিলেন শাহ মহম্মদ কুরেশি।

ইমরান খানকে আদালতের বাইরে থেকে ৯ মে গ্রেফতার করে পাকিস্তানি রেঞ্জার্সরা। মুখে কালো কাপড় বেধে গ্রেফতার করা হয় ইমরানকে। যা নি উত্তপ্ত হয়ে ওঠে প্রায় গোটা পাকিস্তান।