রোম, ৩ সেপ্টেম্বর: বুধবার করোনায় আক্রান্ত হলেন ইটালির প্রাক্তন প্রধানমন্ত্রী বছর ৮৩-র সিলভিও বার্লুসকোনি। তবে সরকারি রিপোর্ট বলছে প্রাক্তন প্রধানমন্ত্রী উপসর্গহীন। মিলানের সান রাফাইল হাসপাতালের চিকিৎসক আলবার্তো জাংগ্রিলো হলেন বার্লুসকোনির ব্যক্তিগত ফিজিশিয়ান। তিনিই প্রাক্তন প্রধানমন্ত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ইটালির প্রাক্তন প্রধানমন্ত্রী আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন। মিলানের কাছে আরকোরে নিজের বাড়িতে থেকেই কাজ করছেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্টে জানা গিয়েছে, সম্প্রতি সার্ডিনিয়ায় ছুটি কাটিয়ে বাড়িতে ফিরেছেন বার্লুসকোনি। এমনিতেই গত আগস্টে সার্ডিনিয়াতে লক্ষ্যণীয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। আর এই সময়ই বিশ্বের পর্যটকের বৃহদাংশ সার্ডিনিয়াতেই ছিল। আরও পড়ুন-Coronavirus Cases In India: ১ দিনে আক্রান্ত ৮৩ হাজার ৮৮৩ জন, ভারতে করোনার গ্রাসে ৩৮ লাখেরও বেশি মানুষ
ইউরোপ মহাদেশের সবথেকে করোনাত্রস্ত দেশটি হল ইটালি। এই ছোট্ট দেশটিতে প্রায় ২ লাখ ৭০ হাজার লোক করোনা আক্রান্ত হয়েছে। প্রায় ৩৪ হাজারেরও বেশি মানুষ ইটালিতে করোনার গ্রাসে প্রাণ হারিয়েছে। মে মাসের পর থেকে সেদেশে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আনতে পেরেছে ইটালির প্রশাসন। তবে আগস্ট মাস থেকে সংক্রমণের সংখ্যা স্টেডি রয়েছে সেখানে।