নতুন দিল্লি, ৩ সেপ্টেম্বর: ১ দিনে রেকর্ড ভাঙা সংক্রামিত ৮৩ হাজার ৮৮৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) এখন ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৭ জন। গতকাল সারাদিনে করোনার বলি ১ হাজার ৪৩ জন। এই মুহূর্তে সংক্রামিত ৮ লাখ ১৫ হাজার ৫৩৮ জন। ইতিমধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখ ৭০ হাজার ৪৯৩ জন। সবমিলিয়ে দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৬৭ হাজার ৩৭৬ জন। বৃহস্পতিবার আইসিএমআর-এর রিপোর্ট বলছে, দেশে এখনও পর্যন্ত ৪ কোটি ৫৫ লক্ষ ৯ হাজার ৩৮০টি নমুনার করোনা টেস্ট হয়েছে। শুধু ২ তারিখ মঙ্গলবারেই ১১ লক্ষ ৭২ হাজার ১৭৯টি নমুনার করোনা পরীক্ষা হয়। আরও পড়ুন-Khap Panchayat: ভাইপোর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ, মহিলাকে লাঠিপেটার পর জনসমক্ষে নগ্ন হয়ে স্নান করালো খাপ পঞ্চায়েত
এদিকে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৮ লাখ ২৫ হাজার ৭৩৯। এর মধ্যে ১৭ হাজার ৪৩৩ জন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন। সেখানে করোনার বলি ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। মোট মৃত্যু মিছিলে শামিল ২৫ হাজার ১৯৫ জন। মুম্বইতেই গতকাল সারাদিনে ১ হাজার ৬২২ জন আক্রান্ত হয়েছেন। গতকাল সারাদিনে মুম্বইতে করোনায় মৃত ৩৪ জন। দেশের বাণিজ্য নগরীতে করোনায় মোট মৃত ৭ হাজার ৭২৭ জন। বুধবার সারাদিনে তামিলনাড়ুতে নতুন করোনা রোগী ৫ হাজার ৯৯ জন। সবমিলিয়ে সেখানে মোট করোনা আক্রান্ত ৪ লাখ ৩৯ হাজার ৯৫৯ জন। সেখানে গতকাল করোনার বলি ৯৮ জন। সবমিলিয়ে তামিলনাড়ুতে মৃত্যু মিছিলে শামিল ৭ হাজার ৫১৬ জন।
ভারতে ১ দিনে করোনায় আক্রান্ত ৮৩ হাজার ৮৮৩ জন
Single-day spike of 83,883 new positive cases & 1,043 deaths reported in India, in the last 24 hours.#COVID19 case tally in the country stands at 38,53,407 including 8,15,538 active cases, 29,70,493 cured/discharged/migrated & 67,376 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/J4rOeHJVx8
— ANI (@ANI) September 3, 2020
তবে স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী বিশ্বে করোনার মৃত্যু মিছিলে সবথেকে ছোট ভারতেই। বিশ্বে মোট করোনা আক্রান্ত ২৬ মিলিয়ন ছুঁই ছুঁই। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে বৃহস্পতিবার সকাল পর্যন্তে বিশ্বে মারণ রোগে আক্রান্তের মোট সংখ্যা ২ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৪৪৬ জন। মৃত্যু মিছিলে শামিল ৮ লাখ ৬১ হাজার ৫১২ জন। মার্কিন মুলুকে মোট করোনা আক্রান্তে ৬১ লাখ ১৩ হাজার ১৬০ জন। সেখানে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৮৫ হাজার ৭০৪ জন।