
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) খুনের হুমকি! অভিযোগ আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই-এর প্রাক্তন প্রধান জেমস কমির (Former FBI Chief ) বিরুদ্ধে। প্রাক্তন এফবিআই কর্তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে এই অভিযোগের বিতর্ক। ট্রাম্প সমর্থকেরা প্রেসিডেন্টের জীবন নিয়ে কোনরকম ঝুঁকি নিতে নারাজ। তাই কমির বিরুদ্ধে উচ্চ-পর্যায়ের তদন্তের দাবি তুলেছেন। এদিকে বিতর্কে জড়িয়ে নিজের করা পোস্ট তড়িঘড়ি মুছে ফেলেছেন কমি।
সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন এফবিআই-এর প্রাক্তন প্রধান জেমস কমি (James Comey)। ছবিতে সাদা বালির উপরে হলুদ আর কালো পাথর জড়ো করে লেখা রয়েছে চারটি সংখ্যা, ৮৬৪৭। এই পোস্ট দেখেই রিপাবলিকানরা আতঙ্কিত হন। এটি প্রেসিডেন্টকে হত্যার হুমকি বলেই যুক্তি দিচ্ছেন তাঁরা। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম মেয়াদে এফবিআই-এর চাকরি খুইয়েছিলেন কমি, ফলে তাঁর কাছ থেকে ট্রাম্পের জন্যে আসা এই ধরণের হুমকি বার্তা ঘিরে আগে থেকেই সতর্ক হতে চাইছেন ট্রাম্প সমর্থকেরা।
৮৬৪৭' এর অর্থ কী?
মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৬ সংখ্যা দুটি একত্রে খারাপ অর্থে ব্যবহার করা হয়। এর অর্থ বোঝায় কোন কিছু ছুঁড়ে ফেলা। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭'তম প্রেসিডেন্ট। আর এই চারটি সংখ্যাই নিজের পোস্ট থেকে শেয়ার করেছিলেন কমি। রিপাবলিকানরা মনে করছেন, কমি আসলে এই পোস্টের মধ্যে দিয়ে ট্রাম্পকে খুনের হুমকি দিয়েছেন। একই দাবি ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রেরও। তিনি বলেন, এই পোস্টের মধ্যে দিয়ে ট্রাম্পকে খুনের আহ্বান দেওয়া হয়েছে। ট্রাম্প আমেরিকার ৪৭'তম প্রেসিডেন্ট। কমি তাঁর পোস্ট এ বোঝাতে চেয়েছেন, যুক্তরাষ্ট্রের ৪৭'তম প্রেসিডেন্টকে সরিয়ে ফেলবেন তিনি।
ট্রাম্পকে খুনের হুমকির অভিযোগ ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রেরঃ
Just James Comey causally calling for my dad to be murdered.
This is who the Dem-Media worships. Demented!!!! pic.twitter.com/4LUK6crHAT
— Donald Trump Jr. (@DonaldJTrumpJr) May 15, 2025
বিতর্কের মাঝে পড়ে পোস্টটি মুছে ফেলেন কমি। খুনের হুমকির অভিযোগ উড়িয়ে প্রাক্তন গোয়েন্দাকর্তার পালটা যুক্তি, 'সমুদ্র সৈকত দিয়ে হাঁটার সময়ে ওই নুড়িগুলো চোখে পড়ে তাঁর। সেই ছবিটি পোস্ট করেন তিনি। এর পিছনে কোন হিংসাত্মক ভাব নেই'।