শেখ হাসিনার পতনের পর থেকেই ছিলেন অন্তরালে, অবশেষে গ্রেফতার হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ( Former Chief Justice ABM Khairul Haque )। তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (Dhaka Metropolitan Police ) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ থেকে তাঁকে পাকড়াও করা হয়।
Former Chief Justice ABM Khairul Haque has been detained by the Detective Branch (DB) of the Dhaka Metropolitan Police (DMP).
Link in comments#ChiefJustice #abmkhairulhaque #detained #TBSNews pic.twitter.com/MB5etC4NxP
— The Business Standard (@tbsnewsbd) July 24, 2025
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-এর যুগ্ম কমিশনার মহম্মদ নাসিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। বাংলাদেশে ১৯-তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর। পরের বছর (২০১১ সাল) ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর নেন। বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত-সমালোচিত এই বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল। তিনি নিজে আওয়ামী আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন বলে অভিযোগ। তাঁকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন প্রবীণ বিচারপতিকে ডিঙিয়ে।