Former Chief Justice ABM Khairul Haque (Photo Credit: X@@tbsnewsbd)

শেখ হাসিনার পতনের পর থেকেই ছিলেন অন্তরালে, অবশেষে গ্রেফতার হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ( Former Chief Justice ABM Khairul Haque )। তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (Dhaka Metropolitan Police ) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ থেকে তাঁকে পাকড়াও করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-এর যুগ্ম কমিশনার মহম্মদ নাসিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। বাংলাদেশে ১৯-তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর। পরের বছর (২০১১ সাল) ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর নেন। বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত-সমালোচিত এই বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল। তিনি নিজে আওয়ামী আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন বলে অভিযোগ। তাঁকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন প্রবীণ বিচারপতিকে ডিঙিয়ে।