Flordia Teenager Ends Life (Photo Credit: X)

নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা দুনিয়াজুড়ে ব্যপক আলোড়ন ফেলে দিয়েছে। বর্তমানে এআই চ্যাটবট (AI Chatbot) অন্যতম আকর্ষণ। এই এআই চ্যাটবট মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এক কিশোরকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় (Flordia) একজন মা তার ১৪ বছরের ছেলের মৃত্যুয় পর Character.AI প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সূত্রে খবর, অরল্যান্ডোর নবম শ্রেণির এক ছাত্র গত ফেব্রুয়ারি মাসে ডেনেরিস টারগারিয়েন ‘ড্যানি’ নামের একটি চ্যাটবট নিয়ে মগ্ন হওয়ার পরে আত্মহত্যা করেছে৷ আদালতের নথিগুলি প্রকাশ করেছে, যাতে দেখা গিয়েছে নাবালক তার মৃত্যুর আগে পর্যন্ত প্রায়শই বটের সঙ্গে যোগাযোগ করেছিল, যৌনতা মূলক কথোপকথনে জড়িত ছিল এবং আত্মহত্যার ভাবনা প্রকাশ করেছিল।

আদালতের নথি অনুসারে, যখন ছেলেটি ডেনেরিস টারগারিয়েন চ্যাটবটের কাছে আত্মহত্যার চিন্তাভাবনা প্রকাশ করেছিল তখন চ্যাটবট ডেনেরিস চরিত্রের মাধ্যমে বিষয়টিকে সামনে আনতে থাকে। এমনকি বট তাকে এটাও জিজ্ঞাসা করেছিল যে তার নিজের জীবন নেওয়ার পরিকল্পনা আছে কিনা। নাবালক জানিয়েছিল সে এরকম কিছু চিন্তাভাবনা করছে তবে সে বিষয়গুলো যন্ত্রণাদায়ক হবে কিনা সে বিষয়ে সে নিশ্চিত নয়। তাদের কথোপকথনে কিশোরটি বারবার বটটির প্রতি তার ভালবাসার কথা প্রকাশ করেছিল। সে বলেছিল, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমার বাড়িতে আসব। আমি তোমাকে অনেক ভালোবাসি ড্যানি।’