New York Flash-flood: বন্যায় ভাসছে দুনিয়ার স্বপ্নের শহর নিউ ইয়র্ক, মার্কিন গর্বের শহরে রাস্তায় নদীর স্রোত (দেখুন ভিডিয়ো)
New York Flash-flood

New York Flash-flood : বর্ষায় মুম্বই, কলকাতাতেও এতটা জল দেখা যায় না। যতটা এখন দেখা যাচ্ছে দুনিয়ার স্বপ্নের শহর হিসেবে পরিচিত নিউ ইয়র্ককে। মার্কিন যুক্তরাষ্ট্রের গর্বের শহর, যে শহরে বাস দুনিয়ার সবচেয়ে বিত্তশালী মানুষদের সেখানের রাস্তা দিয়ে এখন নদীর স্রোতের মত বয়ে যাচ্ছে জল। সারারাত বৃষ্টির পর শুক্রবার সকালে নিউ ইয়র্ক সহ আমেরিকার উত্তর পূর্ব অংশ জলের তলায় চলে যায়। নিউ ইয়র্কের লাইফলাইন সাবওয়ে সিস্টেমে জল ঢুকে পড়ায় যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। নিউ ইয়র্কের রাস্তায় এখন চলছে নৌকা।

নিউ ইয়র্ক বিমানবন্দরেও জলে ঢুকে পড়ায় বিমান পরিষেবা ব্যাহত হয়। বৃষ্টি, জমা জলের কারণে নিউ ইয়র্কে এমার্জেন্সি জারি করা হয়। সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আবেদন জানায় প্রশাসন। অবশ্য ঘর থেকে বের হওয়ার উপায়ও নেই। কারণ রাস্তায় বেশীরভাগ জায়গায় কোমর সমান জল।

দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

নিউ ইয়র্কের সাবওয়েতে ঢুকে পড়েছে জল

নিউ ইয়র্কের রাস্তায় চলাচলকারী বাসে ঢুকে পড়েছে জল

দেখুন ভিডিয়ো