Joe Biden (Photo Credit: Instagram)

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) নাকি মারা গিয়েছেন! কাল, রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় এমন গুজবের জল গাছে উঠেছে কার্যত। ক'দিন আগেই করোনা আক্রান্ত হওয়ার পর আইসোলেশন বা নিভৃতবাসে চলে গিয়েছিলেন বাইডেন। তারপর নিভৃতবাসে থাকা অবস্থাতেই বাইডেন ঘোষণা করেছিলেন তার আর নভেম্বরে হতে চলা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না। ৮১ বছরের  বাইডেন বার্ধক্যের ভার আর সইতে করতে পারছেন না সেটা নানা ভিডিয়োয় বারবার দেখা গিয়েছে। তবু তিনি জেদ ধরে ছিলেন আরও চার বছর সিংহাসনে থাকবেন। তবে প্রথমে ট্রাম্পের কাছে বিতর্কে লজ্জার হার, তারপর কোভিডের ধাক্কায় রণেভঙ্গ দেন বাইডেন।

এবার রিপাবলিকান সমর্থকদের দাবি, বাইডেন সম্প্রতি মারা গিয়েছেন। আর সেটা ধামাচাপা দিচ্ছে হোয়াইয়ওয়াশ। এক্স প্ল্যাটফর্মে ভোটে না লড়ার যে কথা জানিয়েছিলেন বাইডেন, সেটি তাঁর মৃত্যুর পর অন্য কেউ লিখেছে বলে দাবি করছেন অনেকে। একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, প্রেসিডেন্টের বাইডেনের মৃত্য়ুতে হোয়াইটহাউসের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। তবে সে সব দাবি উড়িয়ে দিয়েছে বাইডেন প্রশাসন। হোয়াইটহাউস সূত্রে জানানো হয়েছে, বাইডেন কাল থেকেই কাজে ফিরছেন। করোনা সারিয়ে তিনি এখন পুরো সুস্থ আছেন। বৃহস্পতিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-র সঙ্গে জরুরি বৈঠকও সারবেন বাইডেন।

দেখুন ভিডিয়ো

দেখুন খবরটি

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভুয়ো খবরের রমরমা চলছে। বাইডেনের পরিবর্তে প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের নাম উঠে আসার পর তাঁকে নিয়েও অনেক ভুয়ো খবর সামনে আসছে।