Nawaz Sharif Suffers Heart Attack: হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
নওয়াজ শরিফ (Photo: getty images)

ইসলামাবাদ, ২৬ অক্টোবর: হৃদরোগে (heart attack) আক্রান্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif)। লাহোরের সার্ভিসেস হাসপাতালেই (Services Hospital)তিনি হৃদরোগে আক্রান্ত হন। পাকিস্তানের সাংবাদিক হামিদ মীর (Hamid Mir) এই খবর জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, "পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সার্ভিসেস হাসপাতালের চিকিৎকরা জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী দুর্বল অনুভব করছেন।" পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, সার্ভিস হাসপাতালে আসার পর থেকেই নওয়াজ শরিফের শারীরিক অবস্থা খারাপ হয়েছে। তাঁর রক্তে প্লেটলেট কম রয়েছে। চিকিৎসা শুরুর পর প্লেটলেটের সংখ্যা বাড়ে। যদিও আজ আবারাও তা কমে যায়।

শুক্রবার শারীরিক অসুস্থতার কারণে আর্থিক দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফকে জামিন দেয় লাহোর হাইকোর্ট। সোমবার থেকেই পাকিস্তানের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করানো হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ওই রাত থেকেই তাঁর শারীরিক অবস্থায় আরও অবনতি হয়। এর পর নওয়াজের জামিনের আবেদন করেন তাঁর ভাই তথা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। শুক্রবার সেই আবেদন মঞ্জুর করে লাহোর হাইকোর্টের দুই সদস্যের একটি বেঞ্চ। শাহবাজ জানান, নওয়াজের রক্তে অনুচক্রিকার পরিমাণ অত্যন্ত কমে গেছে। জামিনের শুনানিতে নওয়াজের আইনজীবী আসতার অওসাফ জানান, নওয়াজের শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। এবং তাঁকে অবিলম্বে জামিন দেওয়া হোক। নওয়াজের শারীরিক অবস্থার কারণে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (NAB) আইনজীবী তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করেননি। আরও পড়ুন: করতারপুর করিডরের উদ্বোধনের আগেই নানকানা সাহিবে বাবা গুরু নানক বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন ইমরান খান

আল আজিজিয়া স্টিল মিলস দুর্নীতিতে দোষী সাব্যস্ত হয়েছিলেন নওয়াজ শরিফ। এই মামলায় তাঁর ৭ বছরের জেল হয়। সে সময় থেকেই তাঁকে লাহোরের কোট লাখপত জেলে রাখা হয়েছিল। তবে চলতি মাসে চৌধরি সুগার মিলস মামলাতেও তাঁকে হেফাজতে নেয় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (NAB)। নওয়াজ শরিফের চিকিৎসায় সার্ভিসেস হাসপাতালে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন হাসপাতালের প্রধান আয়াজ মেহমুদ।