Elon Musk (Photo Credit: Twitter)

সান ফ্রান্সিসকো, ৪ নভেম্বর: মার্কিন ধনকুবের এলন মাস্ক ট্যুইটার  (Twitter) কিনে নিয়েছেন।  মাইক্রো ব্লগিং সাইট কেনার পর ট্য়ুইটারের একাধিক সিদ্ধান্তে যখন হুলুস্থূল শুরু হয়েছে, সেই সময় প্রকাশ্যে এল এলন মাস্কের নয়া খবর। রিপোর্টে প্রকাশ, এলন মাস্ক নাকি ফের ব্যক্তিগত বিমান কিনেছেন।  ভারতীয় মুদ্রায় ৬৪৩ কোটি খরচ করে নতুন করে ব্যক্তিগত বিমান কিনেছেন মাস্ক। ৫১ হাজার ফুটের নয়া বিমানে ১৯ জন চড়তে পারবেন বলে জানা যাচ্ছে। রোলস রয়েসের ইঞ্জিন রয়েছে এই বিমানে। পাশাপাশি এলন মাস্কের এই নয়া বিমান ৭৫০০ নটিক্যাল মাইল পর্যন্ত উড়তে পারবে বলে জানা যাচ্ছে। কোনও ধরনের জ্বালানি ছাড়াই ৭৫০০ নটিক্যাল মাইল পর্যন্ত মাস্কের বিমান উড়বে বলে খবর। বিমানে রয়েছে নিজস্ব ওয়াইফাই সিস্টেম। সেই সঙ্গে রয়েছে ২০টি জানলা এবং ২টি শৌচাগার।

বর্তমানে এলন মাস্কের (Elon Musk) যে ব্যক্তিগত বিমান রয়েছে, তার পরিবর্তেই মার্কিন ধনকুবের আর কয়েকদিনের মধ্যে নতুনটি ব্যবহার করতে পারেন বলে খবর। বর্তমানে টেসলার কর্ণধরের মোট ৪টি ব্যক্তিগত বিমান রয়েছে।  তার মধ্যে থেকে কোনও একটির পরিবর্তে মাস্ক নয়া বিমান ব্যবহার করবেন।

আরও পড়ুন:  Twitter: মাস্কের হাতে ক্ষমতা, ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে ট্যুইটার

এদিকে মাস্ক যখন নতুন িমান কিনছেন, সেই সময় ট্যুইটার থেকে চাকরি যেতে বসেছে প্রায় ৪ হাজার কর্মীর।  মাইক্রো ব্লগিং সাইটে পরবর্তন আনতেই বিশ্ব জুড়ে একাধিক কর্মী ছাঁটাইয়ের পথে মাস্কের সংস্থা ট্যুইটার হাঁটছে বলে খবর।