Elon Musk, Donald Trump. (Photo Credits: X)

পেনসিলভিনিয়া, ৪ অক্টোবর: নিজেকে পুরোপুরি ট্রাম্প সমর্থন ঘোষণা করে, বাইডেন-কমলা হ্যারিসকে নিয়মিত এক্স প্ল্যাটফর্মে তোপ দাগেন মাস্ক (Elon Musk)।  ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বারবার তার প্রিয় ইলনের প্রশাংসা করে আর তাকে সমর্থন করায় ধন্যবাদ জানান। ট্রাম্পকে জেতাতে মরিয়া মাস্ক পেনসিলভিনিয়ার বাটলারের সভায় উপস্থিত থাকছেন। কয়েক মাস আগে এই বাটলারের জনসভাতেই ট্রাম্পকে গুলি ছুড়ে হত্যার চেষ্টা হয়েছিল। একটুর জন্য প্রাণে বাঁচালেও ট্রাম্পের কান বড় চোট লেগেছিল।

কমলা হ্যারিস প্রেসিডেন্ট হলে চাপে পড়তে পারেন টেসলা, স্পেস এক্স, বোরিং কোম্পানি, এক্সের মালিক। কারণ মাস্কের সঙ্গে বর্তমান প্রশাসনের সম্পর্কটা বিভিন্ন কারণে আদায় কাঁচকলায় হয়ে গিয়েছে।

দেখুন খবরটি

এবার ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জিতে গেলে ইলেকট্রিক গাড়ির ব্যবসা থেকে স্পেশ এক্সের মঙ্গলে পাড়ির অভিযানে বড় সুবিধা হবে মাস্কের। আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিস।