Elon Musk: নিজের টুইটার অ্যাকাউন্টের পুরনো নাম ফেরাতে পারছেন না ইলন মাস্ক! জেনে নিন কারণ কী
Elon Musk (Photo Credit: File Photo)

ওয়াশিংটন: নিজের টুইটার (Twitter) অ্যাকাউন্টের (Account) নাম পরিবর্তন করে মিস্টার টুইট (Mr Tweet) রেখেছিলেন। কিন্তু, তারপর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে (micro-blogging platform) আর পুরনো অ্যাকাউন্টের নাম ফিরিয়ে (reverse) আনতে পারছেন না টুইটারের মালিক ইলন মাস্ক (Twitter Boss Elon Musk)।

বৃহস্পতিবার এই প্রসঙ্গে একটি টুইট করে ইলন মাস্ক লিখেছেন, "আমি নিজের নাম পালটে মিস্টার টুইট রেখেছিলাম। এখন টুইটার আর আমার পুরনো নামে ফেরত যেতে দিচ্ছে না।" টুইটের পাশে একটা হাসির ইমোজিও শেয়ার করেছেন তিনি।

বিষয়টি নিয়ে খোঁজখবর করতে জানা গেছে, নিছক মজা করার জন্যই এই পোস্টটি করেছেন ইলন মাস্ক। এটা করে তিনি বোঝাতে চেয়েছেন মালিককেও নিজের আসল নামে ফিরতে দিচ্ছে না টুইটার কর্তৃপক্ষ।