আমেরিকার প্রেসিডন্ট (US President) পদে বসার পর এবার ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পাশে দেখা গেল এলন মাস্ককে (Elon Musk)। মার্কিন সরকারের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয় হোয়াইট হাউসে বসে, সেখানেই ট্রাম্পের পাশে মার্কিন ধনকুবেরকে দেখা যায়। এক খুদেকে কখনও কাধে কখনও মাথায় নিয়ে হোাইট হাউসের গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দেন টেসলা প্রধান। ট্রাম্পের ওই প্রশাসনিক এবং শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে উঠে আসে গাজা (Gaza) প্রসঙ্গ। আর সেখানে গাজায় ৫০ মিলিয়ন ডলারের কন্ডোম পাঠানো হবে বলে জানানো হয়। যে সিদ্ধান্তের উল্লেখ করে মাস্ক জানান, ৫০ মিলিয়ন ডলারের কন্ডোম (Condom) বিতরণের অর্থ বহু। অর্থাৎ সাহায্য হিসেবে যে সমস্ত জিনিস গাজায় পৌঁছনো হচ্ছে, সেখানে বিপুল পরিমাণে কন্ডোমও মার্কিন সরকার পাঠাচ্ছে বলে খবর।
এলন মাস্ক নিজের সোশ্যাল হ্যান্ডেলে কী শেয়ার করলেন দেখুন...
$50M of condoms is a LOT of condoms
— Elon Musk (@elonmusk) February 12, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)