Gaza Rubble: গত দু বছরে আকাশপথে ক্রমাগত হামলায় গাজাকে পুরোপুরি ধ্বংসস্তুপ পরিণত করে ফেলেছে ইজরায়েল (Israel)। ২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ঢুকিয়ে পড়ে ইজরায়েলের সাধারণ মানুষের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে খুন, ধর্ষণ, অপহরণ করে হামাস জঙ্গিরা (Hamas)। তারপরই প্রতিশোধ তুলতে গাজায় ক্রমাগত হামলা করে সেখানে সব কিছুকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু-র দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তিতে সম্মত হয়েছে ইজরায়েল ও হামাস। গাজায় তাই যুদ্ধ থেমেছে। সব কিছু ধ্বংসের পরই সব হারানো গাজায় আর হচ্ছে না যুদ্ধ। এবার গাজা পুর্নগঠনের সময়। গাজাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় চ্য়ালেঞ্জ সেখানকার বিপুল পরিমাণ ধ্বংসস্তুপ। একটানা কাজ করে ধ্বংসস্তুপ সরিয়ে গাজাকে আবার আগের অবস্থায় ফিরতে গেলে বছর ১০-১২ লেগে যাবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে গাজা পুর্নগঠনের কাজ শুরু করল প্রতিবেশী ইজিপ্ট। গাজা সীমান্ত দিয়ে ঢুকে পড়ল ইজিপ্টের অত্যাধুনিক ভারী মেশিন। যে মেশিন গাজায় ৬০ মিলিয়ন বা ৬ কোটি টন ধ্বংসস্তুপ পরিষ্কার করবে। প্রসঙ্গত, এক টন মানে হল এক হাজার কিলোগ্রাম।
দেখুন এখন গাজার ধ্বংসস্তুপে অবস্থা
This is a video none of you have seen yet. It was filmed aboard an Egyptian aid plane and aired on an Egyptian TV channel just three hours ago. It captures even more shocking scenes of devastation. The Egyptian journalist described Gaza as “the city of rubble.” pic.twitter.com/nvsnvRIqu3
— Mosab Abu Toha (@MosabAbuToha) August 6, 2025
রাষ্ট্রসংঘের হিসাবে হল গাজা ও রাফায় মোট ৬ কোটি টন ধ্বংসস্তুপ জমা হয়েছে। ৬ কোটি টন ধ্বংসাবশেষ, অর্থাৎ গাজার প্রতিটি বর্গমিটার এখন এমন স্তূপে ঢাকা যেখানে কোথাও কোথাও ধ্বংসাবশেষের উচ্চতা কয়েকতলা ভবনের সমান। এটি কেবল পরিষ্কার করার কাজ নয়,বরং একপ্রকার উল্টো প্রত্নতত্ত্ব, যেখানে নতুন কিছু গড়ে তোলার আগে ধ্বংসের ইতিহাস লিপিবদ্ধ করা হচ্ছে।
দেখুন ধ্বংসস্তুপের গাজা
Once the ceasefire goes into effect on Sunday, millions in Gaza will try to return to their homes. This is what they’ll find: 50.8 million metric tons of rubble littered with unexploded ordnance, toxic waste and asbestos. Evil on a dystopian scale. pic.twitter.com/9FsoGOncUq
— Linda Mamoun (@mamoun_linda) January 18, 2025
2002 সালে জঙ্গি হামলায় ভেঙে পড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা বিশ্ব বাণিজ্য কেন্দ্র ধ্বংসের পর উদ্ধারকাজে সরানো হয়েছিল প্রায় ১৮ লক্ষ টন ধ্বংসাবশেষ। গাজায় সেই পরিমাণের ৩০ গুণধ্বংসস্তূপ এখন ছড়িয়ে আছে প্রায় ২৫ মাইল জুড়ে এক বিশাল ভূখণ্ডে। দুই বছরের একটানা যুদ্ধের পর গাজার বহু এলাকা এখন চাঁদের পৃষ্ঠের মতো নিস্তব্ধ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িঘর, বহুতল, হাসাপাতল, স্কুল, অফিস সবকিছুই একেবারে সমতল মাটিতে মিশে গেছে। শুধু পড়ে আছে ধ্বংসস্তুপ।
দেখুন গাজায় ধ্বংসস্তুপ পরিষ্কারে ঢুকল ইজিপ্টের মেশিন
Heavy machinery has been seen entering the Gaza Strip from Egypt as part of a huge clean up operation.
There is an estimated 55 to 60 million tonnes of rubble in the territory, according to the United Nations. pic.twitter.com/BieK6dTwMS
— Sky News (@SkyNews) October 27, 2025
এই ধ্বংসাবশেষের ভেতরে রয়েছে কংক্রিট, লোহার রড, এমনকি বিস্ফোরিত না হওয়া গোলাবারুদও। সঙ্গে ধ্বংসস্তুপের তলায় থাকতে পারে বহু কঙ্কাল। গাজায় এখনও অনেক মৃত প্রাণ ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে আছে। ধ্বংসস্তুপ সরলেই সেগুলি উদ্ধার হতে পারে।