Earthquake in Tonga: সুনামির পর টোঙ্গায় ফের ৬.২ মাত্রার জোরাল ভূমিকম্প
Earthquake,Representational Image (Photo Credits: PTI)

দিল্লি, ২৭ জানুয়ারি:  ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাঙ্গাই ( Pangai)। টোঙ্গার ( Tonga) পঙ্গাইতে জোর মাত্রার ভূমিকম্পের (Earthquake) জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ভোর ৬.৪০ মিনিট (স্থানীয় সময় অনুযায়ী) কেঁপে ওঠে পাঙ্গাই। জোর কম্পনের জেরে পাঙ্গাইতে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

সম্প্রতি দক্ষিণ প্রশান্তমহাসাগরের তলদেশে অগ্নুৎপাত শুরু হয়। যার জেরে টোঙ্গায় সুনামি আছড়ে পড়ে বেশ কিছুক্ষণের জন্য। এমনকী, অগ্নুৎপাতের সেই ভয়াবহ বিস্ফোরণ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে শোনা যায়।

আরও পড়ুন:  Delhi: দিল্লিতে নৃশংসতা, গণধর্ষণের পর তরুণীর মাথা মুড়িয়ে চলল উল্লাস, নিন্দার ঝড়

হাপাইতে সমুদ্রের তলদেশে অগ্নুৎপাতের পর কয়েকদিন কাটতে না কাটতেই এবার ফের পাঙ্গাই কেঁপে উঠল জোরদার ঝটকায়।