নয়াদিল্লিঃ মঙ্গল সকালে তীব্র ভূমিকম্প(Earthquake )। ভূমিকম্পের উৎসস্থল নেপালের(ণেপাল) উত্তর-পূর্বে লবুচে ( Lobuche)এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। এই ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে বিহার, পশ্চিমবঙ্গ, ভুটান, বাংলাদেশ এমনকী চিনও। ভূমিকম্পের আঁচ পড়ে দিল্লিতেও। কম্পন অনুভূত হয়েছে সিকিমেও।
সাত সকালে নেপালে ভূমিকম্প
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, নেপালের লোবুচে থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পূর্বে এই কম্পনের উৎসস্থল। গভীরতা ১০ কিলোমিটার। ভূমিকম্পের জেরে নেপালে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবেই পরিচিত নেপাল। অতীতে একাধিক ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে এই দেশ। ২০১৫ সালে তীব্র ভূমিকম্প হানা দেয় নেপালে। ৭.৮ মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে যায় নেপাল। মাত্র ২ মিনিটে ৯ হাজার মানুষের মৃত্যু হয়। আহত হয় ২০ হাজার মানুষ। সেই বিপর্যয় থেকে কাটিয়ে উঠতে বেশ কিছু বছর সময় লেগেছিল নেপালে। ১০ বছর পর ফের অতীতের ভয়ঙ্কর স্মৃতি ফিরল নেপালে।
ভয়াবহ ভূমিকম্পের শিকার নেপাল
#WATCH | Kathmandu | An earthquake with a magnitude of 7.1 on the Richter Scale hit 93 km North East of Lobuche, Nepal at 06:35:16 IST today: USGS Earthquakes pic.twitter.com/MnRKkH9wuR
— ANI (@ANI) January 7, 2025
An earthquake with a magnitude of 7.1 on the Richter Scale hit 93 km North East of Lobuche, Nepal at 06:35:16 IST today: USGS Earthquakes pic.twitter.com/CY3KtWAWO4
— ANI (@ANI) January 7, 2025