ডারবান, ১৩ এপ্রিল: দক্ষিণ আফ্রিকায় ( South Africa ) ভয়াবহ বন্যা (Flood)। যার জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এক নাগাড়ে বৃষ্টির জেরে ডারবানের (Durban ) কোয়াজুলু নাটাল এলাকায় কাদার স্রোত শুরু হয়। সবকিছু মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে শুরু করে।
রিপোর্টে প্রকাশ, এক নাগাড়ে বৃষ্টির জেরে ডারবানের কোয়াজুলু নাটাল এলাকায় কাদার স্রোত শুরু হয়। যার জেরে ওই এলাকায় বহু মানুষ কাদার স্রোতে আটকে পড়েন। পাশাপাশি ওই এলাকার বহু ঘরবাড়িও কাদার স্রোতের নীচে আটকে পড়ে। এক নাগাড়ে বৃষ্টি, সেই সঙ্গে কাদার স্রোতে দৃশ্যমানতা কমতে শুরু করে। ফলে উদ্ধার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়।
বেশির ভাগ উদ্ধার কাজ হেলিকপ্টারে চালানোর চেষ্টা করা হলেও, তা বাধাপ্রাপ্ত হতে শুরু করে অত্যধিক কম দৃশ্যমানতার কারণে।