Donald Trump In Israeli Parliament (Photo Credit: X/PTI)

Donald Trump Warns Hamas: এবার হামাসকে (Hamas) চূড়ান্ত হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্ট (US President) বলেন, শান্তি চুক্তি ভেঙে হামাস যদি ইজরায়েলের উপর হামলা চালায়, তাহলে তার ফল ভাল হবে না। শান্তি চুক্তির উপর সম্মান জানিয়ে হামাসকে ছাড় দেওয়া হয়েছে। তবে তার মান যদি হামাস রক্ষা করতে না পারে, তাহলে চূড়ান্ত ফল ভুগতে হবে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীকে। এবার এভাবেই হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ়কে সঙ্গে নিয়ে ট্রাম্প হুমকি দেন হামাসকে। তিনি বলেন, এখনও সময় আছে, শুধরে যাক হামাস। প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী যদি না শুধরোয়, তাহলে হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে পৃথিবীর বুক থেকে। শুধু তাই নয়, হামাস যে নিশ্চিহ্ন হয়ে যাবে কথা  না শুনলে, তা ওই সন্ত্রাসবাদী গোষ্ঠী নিজেরাও জানাে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump Warns Hamas)।

মার্কিন প্রেসিডেন্টের ওই হুমকির পরপরই ইজরায়েলের দিকে রওনা দেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। ইজরায়েলে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন জে ডি ভান্স।

ইজরায়েলের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন করার পর, তা প্রথম ভঙ্গ করে হামাস। সম্প্রতি ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলি সেনার উপর হামলা চালায় হামাস। তারপরই শুরু হয় চাঞ্চল্য। হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের হুমকির পর পালটা মন্তব্য করা হয় হামাসের তরফে। সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনের মধ্যস্থতাকারী খালিল আল-হায়া জানায়, তারা এখনও ইডরায়েলের সঙ্গে শান্তি চুক্তি মেনেই চলছে। ইজরায়েলের সঙ্গে শান্ত চুক্তি ভঙ্গ না করে, কীভাবে সামনের দিকে এগনো যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয় হামাসের মধ্যস্থতাকারীর তরফে।