Donald Trump, Vladimir Putin (Photo Credit: X/ Instagram)

নয়াদিল্লিঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) থামাতে বারেবারে সেতুর কাজ করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দুই দেশেই যাতে শান্তি ফেরে তার জন্য একাধিক পদক্ষেপ করেছেন তিনি। কখনও দু'পক্ষের সঙ্গে বৈঠক কখনও ফোনালাপের মাধ্যমে  জানিয়েছেন যুদ্ধ থামানোর আর্জি। কখনও আবার বড় 'দাদা'-এর মতো দু'পক্ষকেই বুঝিয়েছেন। কিন্তু এবার ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চটলেন ট্রাম্প। নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুতিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। সাফ জানান, পুতিনের কাজে তিনি একেবারেই খুশি নন।

পুতিনের উপর ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, "আমার সঙ্গে পুতিনের আলাপ বহু বছরের। আমাদের সম্পর্ক ভালই ছিল। কিন্তু এখনও রাশিয়া যেভাবে রকেট ছুড়ে ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে তাতে আমি অসন্তুষ্ট। কিয়েভ সহ বিভিন্ন শহরে মিসাইল ছোড়া হচ্ছে। জানিনা না ওঁর কী হয়েছে! মাথার ঠিক আছে কিনা। কিছু তো একটা হয়েছে। এই পরিস্থিতি অস্বস্তির। এভাবে চলতে থাকলে রাশিয়ার পতনের জন্য দায়ী থাকবেন পুতিন।" অন্যদিকে রিপোর্ট বলছে, ইউক্রেনের বিভিন্ন জায়গায় মোট ৩৬৭টি ড্রোন ও মিসাইল ছুড়েছে রাশিয়া। আর এরপর ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, "গোটা পৃথিবী শনিবার-রবিবার ছুটি কাটায় কিন্তু এদিকে যুদ্ধ হয়। যুদ্ধ থেকে বিশ্রাম নেই। আমেরিকা ও গোটা বিশ্ব মুখে কুলুপ এঁটেছে তাই পুতিনের সাহসও বাড়ছে ক্রমশ।"

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার পর পুতিনের উপর চটলেন ট্রাম্প