
ধপধপে সাদা পোশাকে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মহিলারা। বাজনার তালে তালে ঘন, কালো, লম্বা চুল দোলাচ্ছেন। এক ঝলক দেখে মনে হবে 'ভূতুড়ে নাচ'। আর সেই নাচের মধ্যে দিয়েই স্বাগত জানানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)! চমকে ওঠার মতই দৃশ্য বটে। কিন্তু চমকালেন না ট্রাম্প। বরং 'ভূতুড়ে নাচ' দেখতে দেখতে হেঁটে এগিয়ে এলেন। কোন দেশে গিয়ে এমন অদ্ভুতুড়ে ঘটনার মুখোমুখি হতে হল আমেরিকার প্রেসিডেন্টকে?
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহি (UAE) সফরের গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপতি প্রাসাদ কাসর আল ওয়াতানে ঐতিহ্যবাহী আমিরশাহি এবং ওমানী নৃত্য আল-আয়ালা (Al-Ayyala) পরিবেশন করে স্বাগত জানানো হল মার্কিন রাষ্ট্রনায়ককে। সারিবদ্ধ মহিলাদের নাচ দেখতে দেখতে মাঝখান দিয়ে হেঁটে এলেন ট্রাম্প।
কী এই আল-আয়ালা?
সংযুক্ত আরব আমিরশাহির প্রাচীন রীতিগুলির মধ্যে অন্যতম হল এই আল-আয়ালা (Al-Ayyala)। ওমানেও বিশেষ জনপ্রিয় এই নৃত্যকলা। মহিলা পুরুষ উভয় অংশ নেন এখানে। একেবারে প্রথম সারিতে দাঁড়ান মহিলারা। তাঁদের পরনে লম্বা সাদা পোশাক থাকে। মাথায় কোমরসমান দৈর্ঘ্যের ঘন কালো চুল। ঠিক পিছনের সারিতে ড্রাম হাতে পুরুষের দল। তাঁরা ড্রাম বাজাবেন আর সেই তালে তালে চুল দোলাবেন মহিলারা।
সংযুক্ত আরব আমিরশাহিতে স্বাগত জানানো হচ্ছে ট্রাম্পকেঃ
The welcome ceremony in UAE continues! 🇺🇸🇦🇪 pic.twitter.com/sXqS1IboMN
— Margo Martin (@MargoMartin47) May 15, 2025
ওমান বা সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে বাড়ি কিংবা কোন উৎসব অনুষ্ঠানে এই ঐতিহ্যবাহী আল-আয়ালা রীতি পালন করা হয়।