Donald Ttrump, Stormy Daniels. (Photo Credits:X)

সিংহসানে বসার আগে হাজতবাস! সব নিয়ম মত এগোলে ফৌজদারি মামলায় অভিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আজ, শুক্রবার কারাদণ্ড হতে পারে।। ২০১৬ সালে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস (Stormy Daniels)কে ঘুষ দেওয়ার মামলায় মোট ৩৪টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ট্রাম্প ৷ তার আগেই পর্ন তারকা স্ট্রমি ড্যানিয়েল-কে অর্থের বিনিময়ে যৌন কেলেঙ্কারি ধামাচাপ দেওয়ার মামলায় সাজা পেতে চলেছেন ট্রাম্পে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনও নির্বাচিত প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় জেলে যেতে চলেছেন।

ট্রাম্প উচ্চ আদালতে এই মামলার সাজার দিন পিছিয়ে দিতে অনুরোধ করলেও লাভ হয়নি। আইনকে আইনের পথেই চালাতে চায় মার্কিন আদালত, প্রেসিডেন্ট হতে চলেছেন বলে আইনের পথ থেমে থাকবে না বলে সুপ্রিম রায়ে বলা হয়েছিল। ট্রাম্পের আইনজীবীর যুক্তি ছিল, যে নিয়মে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না, তেমন নিয়মেই প্রেসিডেন্ট নির্বাচিত বা ইলেক্টের ক্ষেত্রেও সেই রক্ষাকবচ বজায় থাকা উচিত। তবে বিচারক সেই যুক্তিতে সায় দেননি।

জেল হতে পারে ট্রাম্পের

প্রসঙ্গত, ২০০৬ সালে পর্নস্টার স্ট্রমি ড্যানিয়েলসের সঙ্গে লাস-ভেগাসের এক হোটেলে রাত্রিযাপন করেন ট্রাম্প। এই খবরটিব প্রমাণ সহ ২০১৬ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। সেই সময় স্ট্রমি ড্যানিয়েলসকে মোটা টাকা অফার করে পুরো খবরটি মিথ্যা বলে চালবানোর চেষ্টা করেন ট্রাম্প। এরপরই পর্নস্টার স্ট্রমি আদালতে যান।