সিওল, ৩০ জুন, ২০১৯: বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে গেল রবিবার। এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট পা রাখলেন উত্তর কোরিয়ার মাটিতে (North Korea) । চরম প্রতিপক্ষ কিম জং উনের (Kim Jong-un) সঙ্গে দেখা করতে উত্তর কোরিয়া পৌঁছে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প( Donald Trump) । দুই কোরিয়াকে এক সূত্রে বাঁধা পানমুনজমা সাক্ষী হয়ে থাকল সেই ঐতিহাসিক সন্ধিক্ষণের।
পানমুনজম থেকে ২০ পা হেঁটে উত্তর কোরিয়ায় প্রবেশও করলেন মার্কিন প্রেসিডেন্ট। কিমের সঙ্গে হাত মিললেন ৷ করমর্দন করলেন। যা অবিশ্বাস্য বলেই মনে করেছে গোটা বিশ্ব। ভিয়েতনামের হ্যানয়ে শেষবার ফেব্রুয়ারি মাসে মিলিত হয়েছিলেন দুই রাষ্ট্রপ্রধান৷ গত ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামে ট্রাম্প-কিমের বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হয়। এতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনায় অচলাবস্থা দেখা দেয়। তারপর জল গড়িয়েছে অনেক দূর৷ সম্পর্কে বরফ জমেছে৷ মান অভিমানের পালা চলেছে, হুমকি হুঁশিয়ারিও দেওয়া নেওয়া হয়েছে৷ আরও পড়ুন, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম মন কি বাত, কী বললেন নরেন্দ্র মোদী জেনে নিন
তার যবনিকা পতন হল রবিবার৷ অসামরিক এলাকা পানমুনজমের মাটিতে সাক্ষাত করতে রাজি হয়েছিলেন কিম-ট্রাম্প৷ পরিসংখ্যান বলছে ১৯৫৩ সালে কোরিয়ান উপসাগরীয় যুদ্ধ শেষ হওয়ার পর পানমুনজমে পা রাখলেন দুই দেশের রাষ্ট্রনেতারা৷ সেদিক থেকে এই বৈঠক ঐতিহাসিকও বটে৷বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন অসামরিক বর্ডার পেরিয়ে গর্বিত ও সম্মানিত৷ এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে পেরে ধন্য৷ পালটা ওয়াশিংটনে কিমকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প৷ সেই আমন্ত্রণ উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান গ্রহণ করেছেন কীনা সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি৷ বৈঠকের পর দুই নেতাই দক্ষিণ কোরিয়া চলে যান৷