ওয়েলিংটন, ১০ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ডে (New Zealand) আঘাত করতে চলেছে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল (Cyclone Gabrielle)। ফলে গোটা দেশ জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে নিউজিল্যান্ড সরকারের তরফে। ঘূর্ণিঝড় শুরুর আগে দেশের অন্যতম বড় শহর অকল্যান্ড জলমগ্ন। এক নাগাড়ে বৃষ্টির জেরে অকল্যান্ডে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরপরই অকল্যান্ড জলমগ্ন হয়ে যায়। গ্যাব্রিয়েলের প্রভাব নিইজিল্যান্ডের বিভিন্ন শহরে পড়তে পারে। ফলে বাসিন্দারা যাতে সতর্ক থাকেন এবং নিরাপদ জায়গায় আশ্রয় নেন, সে বিষয়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। নিউজিল্যান্ডের পাশাপাশি গ্যাব্রিয়েল আঘাত করতে পারে অস্ট্রেলিয়াতেও। ফলে অস্ট্রেলিয়ার নর ফ্লক দ্বীপে সতর্কতা জারি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার নরফ্লক দ্বীপের দিকে এগোচ্ছে গ্যাব্রিয়েল।
#Gabrielle is now a Severe Category 3 Tropical Cyclone and tracking away from Australia. By Saturday the system will be approaching Norfolk Island with estimated winds of 120 km/h.
See the latest forecast track here: https://t.co/S6goT7FFx1 #CycloneGabrielle pic.twitter.com/McaSXtprGw
— Zoom Earth (@zoom_earth) February 9, 2023
গ্যাব্রিয়েলকে 'সিভিয়ার সাইক্লোন' বলে আখ্যা দিচ্ছেন নিউজিল্যান্ডের আবহবিদরা। ফলে গ্যাব্রিয়েল শুরুর আগেই যাতে মানুষ সতর্ক থাকেন, সে বিষয়ে বার বার সতর্কতা জারি করা হচ্ছে।